প্রতীক্ষাসুদীপ্তা দে সরকার
দীর্ঘ তিরিশ বছর কেটে গেলো তোমার প্রতীক্ষায়,তুমি আর ফিরে আসোনি, তুমি আর ফিরে এলেনা।তন্নতন্ন করে খুঁজেছি তোমায় গোটা শহরটায়,নাহ,কোত্থাও পায়নি তোমার দেখা।তুমি কি হারিয়ে গেছো?নাকি আমায় ফাঁকি দিয়ে.....স…
প্রতীক্ষা
সুদীপ্তা দে সরকার
দীর্ঘ তিরিশ বছর কেটে গেলো তোমার প্রতীক্ষায়,
তুমি আর ফিরে আসোনি, তুমি আর ফিরে এলেনা।
তন্নতন্ন করে খুঁজেছি তোমায় গোটা শহরটায়,
নাহ,কোত্থাও পায়নি তোমার দেখা।
তুমি কি হারিয়ে গেছো?নাকি আমায় ফাঁকি দিয়ে.....
সবটাই আজ যেনো বড়ো অস্পষ্ট আমার চোখে,
ধোঁয়াশা ভরা আমাদের ভালোবাসা তবে কি শেষ হয়ে গেছে?
তুমি কি অন্য কাউকে ভালোবেসে.......
যন্ত্রনায় বুক ফেটে যায়,চিন্তাও করতে চাইনা সেসব।
আমার ভালোবাসাতো মিথ্যে ছিল না,
তবে,কেনো নিরুদ্দেশ হয়ে গেলে তুমি?
দরজায় কড়া নাড়ার শব্দে আজো ছুটে যাই,
তোমার ফেরার আশায়।
প্রায়শই চেয়ে থাকি টেলিফোনটার দিকে,
তোমার একটা ফোনের অপেক্ষায়।
যে তুমি প্রতিটা দিন আমার খোঁজ না পেলে পাগলামি করতে,
সেই তুমি আজ তিরিশটা বছর কি করে.........
জবাব মেলেনি কোনো কিছুরই,
হয়তো জবাব মেলে না সব প্রশ্নের।
আজ আমার ৪৯ তম জন্মদিন,
আমার বিশ্বাস,তুমি আজ ঠিক ফিরে আসবে
রাত ১২ টা বাজার আগেই।
তোমার প্রিয় রঙের শাড়িতেই তাই এবারেও সেজেছি আমি,
তুমি আসবে বলে।