Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আমার আজকের কবিতা 
মহাকাব্যিক উপাখ্যানকৌশিক চট্টোপাধ্যায়
কবিতার হাইওয়ে ধরে ছুটে চলেছেবেগবান ঘোড়াগুলি  ,বরফকুচির মতো জ্যোৎস্না খসে পড়ছেতাদের সীমাহীন পিঠের উপর ,চুঁইয়ে নেমে আসা আলোর ঠোঁটেচুম্বন এঁকে দিই  ,পৃথিবীতে কবিতার জন্ম হয়…

 


আমার আজকের কবিতা 


মহাকাব্যিক উপাখ্যান

কৌশিক চট্টোপাধ্যায়


কবিতার হাইওয়ে ধরে ছুটে চলেছে

বেগবান ঘোড়াগুলি  ,

বরফকুচির মতো জ্যোৎস্না খসে পড়ছে

তাদের সীমাহীন পিঠের উপর ,

চুঁইয়ে নেমে আসা আলোর ঠোঁটে

চুম্বন এঁকে দিই  ,

পৃথিবীতে কবিতার জন্ম হয় ।


দরজার কড়িকাঠ ছেড়ে হয়েছি বেদুইন ,

ব্লটিং পেপার শুষে নিয়েছে সব আহ্লাদ ,

দ্রৌপদীর অনন্ত শাড়ির মতো 

ভদ্রতার অবিরাম মুখোশের স্তর

চারপাশ জুড়ে জমে উঠছে

কান্নাভেজা বিকেলে পুকুরপাড় থেকে

পাখিদের স্বস্তির গান ভেসে আসে ।


এদিকে রোদ্দুরের গলে যাওয়া পিচে

আরেক রুপকথার সৃষ্টি হচ্ছে ,

ক্ষুধার্ত লোকগুলো তৈরি করছে হাঁটাপথ ,

আমার এক চোখে জ্যোৎস্না

অন্য চোখে রোদ্দুর ,

শৃংখলাহীন মহাকাব্য লেখা হচ্ছে

নিরুপায় আঁখ-মাড়াইয়ের কলে । 


কৌশিক চট্টোপাধ্যায় ।


-----------০০০০০-------------