Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : কন্যা মহামায়াকলমে : জয়ন্ত ভট্টাচার্যতারিখ : ২৩/১০/২০২০
মহাদেবের তেজ জ্যোতিতেউৎপন্ন মহামায়া , তেজদীপ্ত শক্তি তিনি অসূর নিধনে অনন্যা । হিমালয়ের কন্যা তিনিমহাদেবের হলেন পত্মী ,স্নেহময়ী মা তিনি সকল মানবেরদুঃখ , সুখে তিনি…

 


কবিতা : কন্যা মহামায়া

কলমে : জয়ন্ত ভট্টাচার্য

তারিখ : ২৩/১০/২০২০


মহাদেবের তেজ জ্যোতিতে

উৎপন্ন মহামায়া , 

তেজদীপ্ত শক্তি তিনি 

অসূর নিধনে অনন্যা । 

হিমালয়ের কন্যা তিনি

মহাদেবের হলেন পত্মী ,

স্নেহময়ী মা তিনি সকল মানবের

দুঃখ , সুখে তিনি মোদের সঙ্গী । 

ধরনীর মাঝে পুরুষ , নারীর 

আছে , অবিচ্ছেদ্য এক বন্ধন , 

সৃষ্টি সেখানে করে ওঠাপড়া 

ধরনীতে তা দৃষ্টি নন্দন । 

এখন সমাজে নারীদের আর ‌

নেই কোন সম্মান , 

প্রতি পদে তা ভুলুন্ঠিতা 

সেটা মহামায়ার অপমান । 

সীতা , সতি আর বেহুলার দেশে 

এত বড় অনাচার  

কন্যা , তুমি একবার সাজো 

মা দূর্গার অবতার । 

জঠর তোমার সৃষ্টির স্থান 

নয়নেতে আছে ভালোবাসা ,

অসূর সমীপে রনরঙ্গীনী রূপে 

বিনাশ করো এই রক্ত বীজের চারা । 


জয়ন্ত ভট্টাচার্য ।@