Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

নীরব প্রেমসুদীপ্তা দে সরকার
মন খারাপের সন্ধ্যে হলে আসবো আমি ফিরে,নতুন ভোরে হারিয়ে যাবো ঝাপসা স্মৃতির ভিড়ে।দুঃসময়ের সঙ্গী হয়ে থাকবো তোমার পাশে,বাধা বিঘ্ন কাটিয়ে আবার বিদায় নেবো শেষে।তোমার সুখেই হাসবো আমি তোমার খুশি দেখে,নীরব…


 নীরব প্রেম

সুদীপ্তা দে সরকার


মন খারাপের সন্ধ্যে হলে আসবো আমি ফিরে,

নতুন ভোরে হারিয়ে যাবো ঝাপসা স্মৃতির ভিড়ে।

দুঃসময়ের সঙ্গী হয়ে থাকবো তোমার পাশে,

বাধা বিঘ্ন কাটিয়ে আবার বিদায় নেবো শেষে।

তোমার সুখেই হাসবো আমি তোমার খুশি দেখে,

নীরবেতেই বাসবো ভালো গহীন মনে রেখে।

বৃষ্টি ভিজে ফিরবে যেদিন তোমার চেনা ঘরে,

ভিজবো আমি সেই শ্রাবণে তোমার ফেরার পরে।

হাঁটবো পাশে সারাজীবন তোমার ছায়া হয়ে,

নীরব প্রেমের গল্পগুলো লিখবো তোমায় নিয়ে।

প্রতিদানে চাইনা পেতে তোমার ভালোবাসা,

তোমার হৃদয় বুঝবে না যে আমার প্রেমের ভাষা।