** গভীরে, আরো গভীরে**+++++----রমা মোহান্ত।💞চোখের জলেরা আর-প্রকাশিত হয় না চক্ষু পত্রে..!চোখের জলের বিন্দু,গড়িয়ে পড়ে না আর-তোমার কপোলে...!ফোঁটা ফোঁটা করে জমে,হৃদয় কন্দরে...!তারপর..? পরিবর্তিত হয়,এক খন্ড জমাট পাথরে ।নোনা জলে…
** গভীরে, আরো গভীরে**
+++++----রমা মোহান্ত।
💞
চোখের জলেরা আর-
প্রকাশিত হয় না চক্ষু পত্রে..!
চোখের জলের বিন্দু,
গড়িয়ে পড়ে না আর-
তোমার কপোলে...!
ফোঁটা ফোঁটা করে জমে,
হৃদয় কন্দরে...!
তারপর..? পরিবর্তিত হয়,
এক খন্ড জমাট পাথরে ।
নোনা জলে জমে ওঠা সে নয় পাথর, বরফের খন্ড,-- একখানা ।
শ্বেত শুভ্র, হিমেল কঠিন ;
হিমায়িত করে সব কিছু ..!
তবু মাঝে মাঝে অস্ত্রও হয়ে ওঠে সে ,--তীব্র ক্ষুরধার-,
বাসস্থানে তার,--
রক্তও ঝরায় !!
কেউ তার রাখে কি সন্ধান..?
বন্ধ যে থাকে তার দ্বার,
গভীর,-বড়ো গভীর,-
সে আঁধার ।।
++++++++++++++++
***গভীরে, আরো গভীরে।
*****---রমা মোহান্ত ।19.9.2020.