Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

প্রথম_প্রেমদীপা_ব্যানার্জীঅনুগল্প
১ভালোবাসি_ভালোবাসি
মনটা খারাপ করে কমনরুমে বসেছিলাম। আজ কলেজের শেষ দিন। মধুমিতাকে এখনো আমার মনের কথা খুলে বললাম না। আর কোনোভাবেই হয়তো বলা হয়ে উঠবে না। মধুমিতা কালকেই নিজের গ্রামে ফিরে যাবে। হটাৎ ক…

 


প্রথম_প্রেম

দীপা_ব্যানার্জী

অনুগল্প


ভালোবাসি_ভালোবাসি


মনটা খারাপ করে কমনরুমে বসেছিলাম। আজ কলেজের শেষ দিন। মধুমিতাকে এখনো আমার মনের কথা খুলে বললাম না। আর কোনোভাবেই হয়তো বলা হয়ে উঠবে না। মধুমিতা কালকেই নিজের গ্রামে ফিরে যাবে। 

হটাৎ করেই পিছনে একটা শব্দ হলো। পিছনে ফিরে দেখলাম মধুমিতা। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো।

"রুদ্র, তোকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই, কিন্তু বলতে পারছিনা।"

আমার শরীরের মধ্যে শিহরন বয়ে গেল।

তবে কি মধুমিতা.........

" রজতকে আমি ভীষন ভালোবাসি। ওকে আজ প্রোপোজ করতে চাই। একটু ব্যাবস্থা করে দিবি? "

আমার ভিতরে ঝড় উঠেছে। তবুও হাসিমুখে বললাম,

"তোর জন্য আমি সবকিছু করতে পারি"।

বুকটা ব্যাথায় টনটন করছে। প্রথম প্রেম কি কখনোই পূর্ণতা পায় না!



**সখী_ভালোবাসা_কারে_কয়**


'সখী ভাবনা কাহারে বলে?

সখী যাতনা কাহারে বলে?'


 দীপার গলায় গানটা শুনে মনের মধ্যে কিজানি একটা হয়ে গেল। এত দরদ  ওর গলায় যে শরীরের মধ্যে একটা শিহরণ খেলে গেল। গানটা শেষ হওয়ার পরেও মনের মধ্যে একটা অদ্ভুত ভালোলাগার রেশ ছড়িয়ে পড়লো। দীপার দিকে মুখ তুলে তাকাতেই ওর বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। এমন তো আগে কখনো হয়নি!এ যেন এক সম্পূর্ণ আলাদা অনুভুতি! 


 দীপার জন্য একটা সূক্ষ্ম অনুভূতি দীপ্তেন্দুর মনে প্রথম থেকেই ছিল। আজ সে পুরোপুরি বুঝে গেল সে দীপাকে ভালোবাসে। দীপাই তার প্রথম ভালোবাসা। 

গত দুদিন দীপার সঙ্গে দেখা হয়নি। দীপ্তেন্দুর মনে যেন ঝড় বয়ে যাচ্ছে।

আজ দেখা হতেই দীপ্তেন্দু অভিযোগের সুরে বলে উঠল,

" দুদিন আসিস নি কেন? তোকে না দেখে যে আমি থাকতে পারিনা!"

দীপা লাজুক হাসি হেসে তার ছাড়িয়ে নিল।

কোনো বাড়িতে মিউজিক সিস্টেমে বেজে উঠল,

'প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে

বাঁধন খুলে দাও 

দাও দাও দাও।'

সমাপ্ত

দীপা_ব্যানার্জী