Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা,শিরোনামে-চেয়েছি শুধু তোমারে,কলমে-প্রদীপ মন্ডল,তারিখ-11/10/2020.
আমি চেয়েছি শুধু তোমারে,কেঁদেছি বারেবারে,রাতটা যখন গভীর অন্ধকার!তুমি থেকেছো লুকায়ে,ভালোবাসা চুকায়ে,করেছো আমারে মুখভার!আমি বালিশে মুখ গুঁজে,থেকেছি চোখ বুজে,আমার স…

 


কবিতা,

শিরোনামে-চেয়েছি শুধু তোমারে,

কলমে-প্রদীপ মন্ডল,

তারিখ-11/10/2020.


আমি চেয়েছি শুধু তোমারে,কেঁদেছি বারেবারে,

রাতটা যখন গভীর অন্ধকার!

তুমি থেকেছো লুকায়ে,ভালোবাসা চুকায়ে,

করেছো আমারে মুখভার!

আমি বালিশে মুখ গুঁজে,থেকেছি চোখ বুজে,

আমার স্বপ্ন যখন বর্ষা ঝরা!

ভালোবাসার প্রদীপ জ্বেলে,ভাসিয়েছি অগাধ জলে,

হয়ে গেছি সর্বহারা!

আকাশের তারার মাঝে,খুঁজেছি চোখ বুজে,

জোছনা রাতে নিদ্রাবিহীন!

দিনরাত ঘুরে ঘুরে,ভালোবেসে গেছি মরে,

অসহায় বুকের খাঁজে হয়ে দিশাহীন!

তুষের আগুনে পুড়ে,একরাশ ছাঁই উড়ে,

দুঃখের ভূষাতে লিখি যে কবিতা!

না বলা কথাগুলো,একরাশ উড়িয়ে ধুলো,

হিয়ার মাঝে কত দিয়েছে ব্যথা!

আজ আমি কবিতা,যেন ঝরাপাতা,

আকাশের মাঝে যাই উড়ে উড়ে!

তোমাকে চেয়েছি শুধু,বালুচরে ধুঁ ধুঁ,

ব্যথার আগুনে গেছি পুড়ে পুড়ে!

রাত বড় গম্ভীর,আমি যে স্থবির,

কোথা যেন হারিয়েছি নিজে নিজেকেই!

হাত পা নাড়িয়ে,আঁধারে মাড়িয়ে,

ভালো করে চেয়ে দেখি,

তুমি আজ নেই,,,,,,,!!