ভুল ---ভুল করা শুরু সেদিনপছন্দের স্কুলে ভর্তি হই যেদিনভুল হয় কলেজ আ্যডমিসানেভুল করি বিষয় নির্বাচনে।ঠিক ছিল শুধু মন বিনিময়তোমায়-আমায়......।সঠিক সময়।হলো মন জানাজানিতবুও ছিলাম বড়ো অভিমানী।ভুলের মাঝে এলে আলোর রেখা হয়েদেখালে দিশাঅভিম…
ভুল
---
ভুল করা শুরু সেদিন
পছন্দের স্কুলে ভর্তি হই যেদিন
ভুল হয় কলেজ আ্যডমিসানে
ভুল করি বিষয় নির্বাচনে।
ঠিক ছিল শুধু মন বিনিময়
তোমায়-আমায়......।
সঠিক সময়।
হলো মন জানাজানি
তবুও ছিলাম বড়ো অভিমানী।
ভুলের মাঝে এলে
আলোর রেখা হয়ে
দেখালে দিশা
অভিমানের চাদর সরিয়ে
আলোকিত হলাম যখন
বুঝলাম প্রেম বড়ো মূল্যবান।
ঠিক ছিল পাশাপাশি হাঁটা
ঠিক ছিল মনখারাপের প্রাতে
হাতে হাত রাখা।
প্রেমের আঁচলে বাঁধলাম তোমায়
হলাম তোমার বিলম্বিত লয়ে
বাধার অবগুন্ঠন সরিয়ে
সৌরভে-সুবাসে আহ্লাদিত।
ভুল হলো আবার.....
অপটু হাতে মুঠো মুঠো সুখ কুড়োতে গিয়ে-
বারে বারে হোঁচট খাওয়া।
ভুল ছিলো স্বপ্নের নঁকসীকাঁথাটা
ভুল ছিলো সাধ্য আর সাধের।
ভুলে ভুলে ক্লান্তিতে ক্লান্তিতে
ক্ষত-বিক্ষত চূর্ণবিচূর্ণ
আমি আর আমার সত্তা।
তারই মাঝে ঠিক ছিলে শুধু তুমি
আমার সকাল সন্ধ্যা
আকাশ-বাতাস, আশা-ভরসা
রোদ-বৃষ্টি-শীত-বসন্ত।
তবুও ভুলের প্রতীক আমি
অচেনাকে অনুভব করতে গিয়ে
অজানাকে ছুঁতে গিয়ে
অসম্ভবকে পেতে গিয়ে
আবার ও রক্তক্ষরণ।
সারিয়ে তোলো আমায়
ভালোবাসার ছোঁয়ায়
প্রতিটি মুহুর্ত বাঁচবো
প্রেমের আতর মেখে
আনন্দ-বৃষ্টি তে ভিজে
ক্ষয়িষ্ণু আমি হবো পরিণত
তোমারই দার্শনিকতায়
তোমারই পরশপাথরের ছোঁয়ায়।
--------সুমিত্রা সাউ গিরি