Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মধ্যপ্রদেশ থেকে ফেরার পথে, সিগন্যাল না পেয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিল শিপ্রা এক্সপ্রেস। ছোট্ট একটা ব্রীজ। নিচ দিয়ে বয়ে চলেছে ক্ষীণ কায়া এক নদী। নাম জানি না তার। তাকে দেখেই এটা লিখেছিলাম। ট্রেনের কম্পার্টমেন্টেই জন্ম এই …


 মধ্যপ্রদেশ থেকে ফেরার পথে, সিগন্যাল না পেয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিল শিপ্রা এক্সপ্রেস। ছোট্ট একটা ব্রীজ। নিচ দিয়ে বয়ে চলেছে ক্ষীণ কায়া এক নদী। নাম জানি না তার। তাকে দেখেই এটা লিখেছিলাম। ট্রেনের কম্পার্টমেন্টেই জন্ম এই লেখার। খুব একটা ভালো নয় লেখাটা। তবু কারেকশান করতে চেষ্টা করি নি, ওর সাথে দেখা হওয়ার স্মৃতি টুকু ধরে রাখবার জন্য। 


শিরোনাম —একটা ছোট্ট নদীর কথা 

লেখা —দোলা ভট্টাচার্য 

14.10.2020


পথে যেতে ছোট্ট সে এক 

নদীর সঙ্গে দেখা, 

আমায় দেখে বললে ডেকে 

আছিস নাকি একা? 

রুনু ঝুনু নুপুর পায়ে 

জল তরঙ্গ সুর, 

মিষ্টি হেসে বললে আমায় 

যাচ্ছি অনেক দূর। 

আমার সাথে পারিস যেতে, 

যাচ্ছি সাগর পানে, 

পথে যেতে যেতে যদি 

মেঘ বিদ্যুৎ হানে, 

আমার স্রোতে নাও ভাসাবি 

অকুল দরিয়ায়, 

ভয় কি রে! তোর সাথেই আছি, 

আয় না, চলে আয়।