# শিরোনাম -গোধূলি# কলমে- মনীষা পলমল14/10/20
দিনশেষের রক্তিম রবিরশ্মি গোধূলির কপোলে লাগায় লালিমা। চরাচর লাজে রাঙ্গা হয়ে ওঠে। বাতাসে বসন্ত রাগ বাজতে থাকে। নদীর চরের ধূ ধূ বালির থেকে ভেসে আসে লিলুয়া বাতাস। বেনা কাশের ঝাড়ে হ…
# শিরোনাম -গোধূলি
# কলমে- মনীষা পলমল
14/10/20
দিনশেষের রক্তিম রবিরশ্মি
গোধূলির কপোলে লাগায় লালিমা।
চরাচর লাজে রাঙ্গা হয়ে ওঠে।
বাতাসে বসন্ত রাগ বাজতে থাকে।
নদীর চরের ধূ ধূ বালির থেকে ভেসে আসে লিলুয়া বাতাস।
বেনা কাশের ঝাড়ে হিন্দোল তুলে
আপাঙ নিশিন্দার ঝোপ ছুঁয়ে
বেউডবাঁশের বনে দোলা লাগায়।
সে বাতাসে গোধূলির লাজ রক্ত মুখে জাগায় আবেশ।
নদী মাঠ গোধূলি কে বরণ করে নববধূর রূপে।
সোনায় দিবা-রাত্রির পরান কথা।
নদী মাঠ জল জঙ্গল ছোঁয়া বাতাস
গোধূলি কে স্নেহ চুম্বনে অভিষিক্ত করে।
সূচনা হয় গোধূলির পরান কথার।