Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : বইবে কল্লোলিনীকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ১৪ , ১০ , ২০২০
চোখের জল চোখে কবেই শুকিয়ে গেছে ,চোখের নিষ্প্রভ তারায় জেগে আছে মরুতৃষ্ণা ।বুকের মাটি মরুতৃষ্ণায় ফেটে চৌচির ,সবুজের সমুদ্র মরে গিয়ে--দিগন্তহীন মাঠবোশে…

 


কবিতা : বইবে কল্লোলিনী

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ১৪ , ১০ , ২০২০


চোখের জল চোখে কবেই শুকিয়ে গেছে ,

চোখের নিষ্প্রভ তারায় জেগে আছে মরুতৃষ্ণা ।

বুকের মাটি মরুতৃষ্ণায় ফেটে চৌচির ,

সবুজের সমুদ্র মরে গিয়ে--দিগন্তহীন মাঠ

বোশেখের অনাবৃষ্টির রোদে খাঁ খাঁ করছে ।

মাঠের আলপথে ঘাসেরা নীরক্ত ঝরে গেছে ,

পুকুর দীঘি শুকিয়ে কাঠ , জলহীন নদীনালা ;

ফুলপাতা ঝরিয়ে গাছপালা সব--মন্বন্তরে মরা

কঙ্কালসার মানুষের মতো--আকাশের পানে

শতবাহু তুলে যেন ফ্যান ভিক্ষা করছে ।


মাঝেমধ্যে দু'চারটে বনস্পতি--নিচে নিজেদের

ছায়ার সাম্রাজ্য রচনা করে আকাশ ছুঁয়ে--তদ্রূপ

দাঁড়িয়ে আছে ঠিক এবং তার ছায়া ঘিরে রয়েছে

নিঃশব্দ এক গা-ছম্ ছম্ রহস্য । সেই রহস্যের

প্রগাঢ় অন্ধকারে সঁপে দিয়ে ভিটেমাটি , যারা

তাদের ছায়ায় পরাশ্রয়ী হয়ে মরে বেঁচে আছে 

রিকেটরোগগ্রস্ত শিশুদের মতো , সেই তাদের মধ্যে

কেউ যদি ভুলেও কখনো আকাশ দেখার ইচ্ছা করে , বনস্পতিরা অমনি সব গোঁফ পাকিয়ে ,

চোখ রাঙিয়ে জানিয়ে দেবে--অবোধ শিশুদের

আকাশ দেখা বারণ , আকাশ দেখা অন্যায় ; 

কারণ , আকাশটা তাদের কেনা--নজর দিতে নাই ।


নিজেদের ভালো যদি বুঝতে চায় , তবে 

ছায়ায় থেকে তারা ছায়াটাই পাহারা দিক । তাছাড়া , মশলার যোগানে তো কিছু অভাব রাখেনি ; তা-ই দিয়ে পঞ্চব্যঞ্জন পাক করে খাক ,

 স্ফূর্তিতে ভালোমন্দ নাচাগানা করুক ,

তাতে মন এবং স্বাস্থ্য--দুই ভালো থাকবে ; 

তবে থাকতে হবে প্যাঁচার মতো সতর্ক , শিকারের অভাব হবে না কোনদিন : শর্ত একটাই , 

এক্তিয়ারের বাইরে পা ফেললেই বিপদ ।


বিপদ বলেই এত বিপন্নতা পৃথিবীতে ; 

কাঁটাগাছে তাই ভরে আছে পৃথিবী । 

কাঁটায় কাঁটায় পা আমাদের রক্তাক্ত এবং 

কাঁটা গিলতে গিয়ে মুখ দিয়ে রক্ত ঝরছে , 

হজম করেও যন্ত্রণায় অস্থির ।

অবিরাম রক্তক্ষরণে আমরা ক্লান্ত , অবসন্ন ;

ঘুমের আচ্ছন্নতা নামছে চোখের পাতায় ।


কিন্তু আমরা ঘুমাবো না , ঘুমাতে চাইও না--সেই

অনিবার্য ঘুম না ছোঁয়া অবধি ; আমরা দেখবো

আমাদের সাধের পৃথিবীটাকে ড্যাবডেবিয়ে চেয়ে । আমরা আকাশপানে চেয়ে গলাছেড়ে নাম ধরে ডাকবো--সেই তাদের , যাদের একহুঙ্কারেই মহাকরণের অলিন্দ থেকে , বুড়ীবালামের তীর ছুঁয়ে জালালাবাদের পাহাড় অবধি কেঁপে উঠেছিল

থরথরিয়ে , কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যের

বনিয়াদ । 


আমি চোখপেতে আছি--পরশুরামের কুঠার হাতে ওরা আসবে , বলরামের হলস্কন্ধে ওরা আসবে ; ওরা আসবে ভবানীর ভীম খড়্গ হাতে , পিনাকপাণীর সেই পিনাক উঁচিয়ে । 

ওদের একহুঙ্কারেই--আকাশ ছাইবে শ্রাবণ-মেঘে , উল্লাসের গান গেয়ে কলহাস্যে বইবে কল্লোলিনী , সবুজের সমুদ্র আবার দুলবে ঝড়-হাওয়ায় , আবারও শ্যামাঙ্গিণী হবে ধরণী ।

-------------------------------------------------------------------