Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ-কবিতাশিরোনাম-"বিসর্জণের আগে ফিরে তাকাও না"কলমে-শ্রী মদন মন্ডলতারিখ-২৬.১০.২০২০********************
মাগো,তোমার বিসর্জণের কথায়     বিষাদে ভরে যায় যে মনকিন্তু বলো, ক'জনের স্বপ্ন তুমি       …


 দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ-কবিতা

শিরোনাম-

"বিসর্জণের আগে ফিরে তাকাও না"

কলমে-শ্রী মদন মন্ডল

তারিখ-২৬.১০.২০২০

********************


মাগো,তোমার বিসর্জণের কথায়

     বিষাদে ভরে যায় যে মন

কিন্তু বলো, ক'জনের স্বপ্ন তুমি

           পূরণ করে যাও ?

অনুজীবের কারণে মা,প্যান্ডেল

      আজ সামাজিক দূরত্বে ফাঁকা,

তারই পাশে দাঁড়িয়ে আছে পাড়ার

               অনাথ দুর্গার দল |

রঙীন আলোয় ও রঙীন চশমায় সবাই

           ওদের যায় যে ভুলে ,

কাঁদছে ওরা অনাহারে,বস্ত্রহীনে তাকাও না

          মা,ওদের দিকে মুখ তুলে !

মাথা গোঁজার স্থান নেই কো ওদের

      পাকা বাড়ি তো ছার !

তবুও দেখ দেশ জুড়ে আজ 

             আনন্দে অপার |

সবাই দেখে নিজের পরিবারের দিকে

        তাদের নয় কেন?

ক্লাবে দানের টাকা থেকে ওদের দিলে

      ওদের শান্তি হয় |

তাই তো মা গো কমিটি গুলিকে একটু

          স্বপ্নে দিও দেখা,

পূজার খরচ বাঁচিয়ে যেন 

     পূরণ করে তাদের সীমিত চাওয়া,

তাই তো মা গো বিসর্জণে আগে 

  তোমায় পিছন ফিরিয়ে দেখিয়ে দিতে চাই,

তা না হলে ওরা পাবে খুঁজে 

       বিসর্জণের আসল মানে টাই ||