Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

-----------// ভালো ভাষায় লেখা থাক //----------
তোমার দুটি হাত নি:শর্তে,দ্বিধান্বিত আবেগেআজ আমি ছেড়ে দিলাম...হারালাম তোমাকে।প্লাবনসম ধেয়ে আসে বিষাদ,কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েভয়ে বুক কাঁপে,কেমন করে খুঁজে নেবে তুমি,তোমার ঠিকানা…


 -----------// ভালো ভাষায় লেখা থাক //----------


তোমার দুটি হাত নি:শর্তে,দ্বিধান্বিত আবেগে

আজ আমি ছেড়ে দিলাম...

হারালাম তোমাকে।

প্লাবনসম ধেয়ে আসে বিষাদ,

কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে

ভয়ে বুক কাঁপে,কেমন করে খুঁজে নেবে তুমি,

তোমার ঠিকানা! যদিও জানি তুমি পরিণত।


তোমার-আমার ভালোবাসা,

ভালো ভাষায় লেখা থাক--

স্বাতন্ত্র সৌরভে।আলোর সংগীতে।


সময়ের ব‍্যবধানে কল্লোলিনী সাবলীল হবে,

দিনের গায়ে দিন লেগে,প্রতিদিন ক্ষয়েই যাবে।

সৌম‍্য আবেগ,এক পায়ে দাঁড়িয়ে।

মনে হল,মৌনি মেঘমালা আকাশের গায়ে স্থির।

হোক না শ্রীহীন,ক্ষয়িত মালকোষের নির্মান।

যদিও পাবার ব‍্যাকুলতা আমায় নিষিক্ত করেনি

হারাবার প্রস্তুতিও তাই সযতনে রচিত হয়নি।


জীবনটা মানিকগঞ্জের মোড়ে দাঁড়িয়ে ,এই মূহুর্তে।

এক অধ‍্যায় শেষে আরেক অধ‍্যায়ের ভূমিকা-নির্মান

চলছে।উপন‍্যাসের চরিত্ররা ধ‍্যানস্থ ভোরের স্তবে।