আমাদের বয়সকৌশিক চট্টোপাধ্যায়
প্রতিদিন আমাদের বেড়ে চলে বয়স ,নক্ষত্রলোক এঁকে দেয় নতুন আলপনাআমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ,প্রতিদিন বেড়ে চলে শরীরের ভার ।
আমাদের চারিদিক ঘিরে যে সমুদ্রআর সমুদ্র ঘিরে যে মানুষের ঢলছোট ছোট দ্বীপের …
আমাদের বয়স
কৌশিক চট্টোপাধ্যায়
প্রতিদিন আমাদের বেড়ে চলে বয়স ,
নক্ষত্রলোক এঁকে দেয় নতুন আলপনা
আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ,
প্রতিদিন বেড়ে চলে শরীরের ভার ।
আমাদের চারিদিক ঘিরে যে সমুদ্র
আর সমুদ্র ঘিরে যে মানুষের ঢল
ছোট ছোট দ্বীপের ছোট ছোট
ঘরে তারা মিলে মিশে থাকে
এইসব মানুষেরা প্রতিদিন
রৌদ্রের ধূলো গায়ে মাখে
চেটে খায় শিশিরের কণা
হেমন্তের কুঠরি থেকে চুরি করে
আনে বিকেলের মায়াজাল
এইসব দেখে দেখে কলপের
ইচ্ছে মরে গেছে বহুকাল ।
আমাদের চারিদিক ঘিরে যে
মহাভারত আজ অব্দি বর্ণিত হয়েছে
তার বর্ণমালা ছেপে চলে
সমাজের কূলপুরোহিত ।
সেই সব ছাপার অক্ষরগুলো
কালো হতে হতে তামস হয়
শিশুরাও দ্রুত বেড়ে চলে ।
আমাদের প্রতিদিন বয়স বেড়ে চলে
অসহিষ্ণুতার সাম্রাজ্যবাদ দল বেঁধে আসে
রক্তাক্ত হই প্রবল সন্ত্রাসে
শিশির মাখা শিউলিও বিভাজন শেখে
আমাদের বয়স বেড়ে চলে
খেলিবার মাঠে আর শিশুপাঠে ।
@ কৌশিক চট্টোপাধ্যায়
-------০০০০০০০----------