জল উচ্ছল সপ্তমী 🙏🙏২৩/১০/২০২০গীতা লোধ।
সপ্তমীর সকালঢাক ঢোল আগমনীর গান,ভোরের শিউলীর গন্ধ উল্লাসিত প্রাণ।
ভোরে ভোরে না ঘুমিয়ে ঘুম থেকে উঠার তাড়া,ধূপের গন্ধে বাজনার ছন্দে ছিল খুশির ধারা।
সপ্তমীর আকাশে ছিল নীল আকাশ সাদা ত…
জল উচ্ছল সপ্তমী 🙏🙏
২৩/১০/২০২০
গীতা লোধ।
সপ্তমীর সকাল
ঢাক ঢোল আগমনীর গান,
ভোরের শিউলীর গন্ধ
উল্লাসিত প্রাণ।
ভোরে ভোরে না ঘুমিয়ে
ঘুম থেকে উঠার তাড়া,
ধূপের গন্ধে বাজনার ছন্দে
ছিল খুশির ধারা।
সপ্তমীর আকাশে ছিল
নীল আকাশ সাদা তুলোর ভেলা
এ ক্ষন যেন বর্ষা এলো শরৎ
বিদায় হওয়ার পালা
সুপ্তমীর আকাশে বাতাসে ছিল
খুশির প্রলেপ ছড়ানো,
আজকের সপ্তমী আকাশ
জল ছল জড়ানো।
সপ্তমী মানে মন আকুল
মায়ের নব সাঝে,
আজকের সপ্তমী ম্লান জীর্ন
গভীর বেদনা মনমাঝে।
তবুও মা তোমার নামে
জ্বালাই প্রদীপ খানি,
বৃষ্টি ভরা উৎসবে তেও
তোমার পড়ুক শুভ দৃষ্টি খানি।