বিভাগ প্রবন্ধভুল বোঝাবুঝিমঞ্জুশ্রী মণ্ডল২৩/১০/২০২০
ভুল বোঝাবুঝি শব্দটা যতটা বড়, এর তাৎপর্য আরো অনেক বিস্তৃত ও প্রসারিত। এই ভুল বোঝাবুঝির জন্য কখনো কখনো দুইজন ব্যক্তি কিংবা কখনও কখনও তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়। দুইজন ব্যক্তির মধ…
বিভাগ প্রবন্ধ
ভুল বোঝাবুঝি
মঞ্জুশ্রী মণ্ডল
২৩/১০/২০২০
ভুল বোঝাবুঝি শব্দটা যতটা বড়, এর তাৎপর্য আরো অনেক বিস্তৃত ও প্রসারিত। এই ভুল বোঝাবুঝির জন্য কখনো কখনো দুইজন ব্যক্তি কিংবা কখনও কখনও তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়। দুইজন ব্যক্তির মধ্যে হলে কোন কথা বলার ভঙ্গিমা ও শোনার কারনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।তৃতীয় ব্যক্তি যখন ভুল বোঝাবুঝির মধ্যে থাকে তখন তৃতীয় ব্যক্তি প্রথম দুইজনের বিভেদের কারণ হয়ে যায়।
তৃতীয় ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে কিংবা ঈর্ষার কারণে ,কখনো স্বার্থের কারণে প্রথম দুই ব্যক্তির মধ্যে কথা বলার ভঙ্গিতে বিভেদ সৃষ্টি করে তথা ভুল বোঝাবুঝি তৈরি করে। ভুল বোঝাবুঝির তাৎপর্য বিরাট, বিশাল। এই ভুল বোঝাবুঝির কারণে কত সম্পর্ক নষ্ট হয়ে যায়।সে সম্পর্ক ভাই-বোনের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। বন্ধুত্বের মধ্যে হতে পারে। কত মানুষের মৃত্যু ও হতে পারে। ভুল বোঝাবুঝির কারণে কোনদিন কারও কখনো ক্ষতি বই লাভ হয়নি। ভুল বোঝাবুঝির কারণে শুধুই মূল্য চুকাতে হয়। বিশ্বাস হারিয়ে যায়। সন্দেহ দানা বাঁধে। অতীতের মধুর স্মৃতিগুলো ম্লান হয়ে যায়। ভুল বুঝাবুঝি টা বিষাক্ত সাপের বিষের মত।
অতীত স্মৃতি টা উপলব্ধি করে, চারণ করে যদি কেউ তৃতীয় ব্যক্তির কথা মর্যাদা না দেয় তবে সে ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা থাকেনা।
দ্বিতীয়ত হলো তৃতীয় ব্যক্তি কে সামনে রেখে যদি কথোপকথন হয় এবং সমস্ত কথাগুলো আলোচনা হয় তাহলে ভুল বোঝাবুঝি টা ভেঙে যেতে পারে।
সন্দেহের কারনে ভুল বোঝাবুঝি হলে সামনাসামনি যাচাই করে নিলে ভুল বোঝাবুঝি দূর হয়।
মানব সমাজে ভুল বোঝাবুঝি টা একটা ক্ষতিকর শব্দ।
ভুল বুঝাবুঝির পর যদি নিজের ভুল বুঝতে পেরে আগের মানুষটাকে আগের মত ফিরে পায় তাতে যেমন অনুশোচনা থাকে ,থাকে আত্মতৃপ্তি।
কখনো কখনো ভুল বোঝাবুঝি র পর আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লেগে যায় তখন আর কিছু করার থাকে না অনেক কিছু হারিয়ে যায়।
ভুল বোঝাবুঝির কারণে যদি কেউ পৃথিবী থেকে বিদায় নেয় যাকে ভুল বুঝে চলে গেল সে কিন্তু কষ্টে দগ্ধ হয়।
আসুন আমরা সবাই এই শব্দটাকে শব্দ ভান্ডার থেকে বিদায় দিই ,যাতে করে কোনো দিন কোনো কিছু না হারিয়ে যায় কারো কাছ থেকে। বিশ্বাস ও ভালোবাসাটা তো একদিনে তৈরি হয় না, সেটা কে ভুল বোঝাবুঝির কারণে ভুলুণ্ঠিত হতে দেবো না।