#আলোর রেখায় অন্ধকার (২৯. ১০. ২০২০)#সংহিতা মজুমদার
দীর্ঘ সংলাপগুলো যখন ফেলছে নিশ্বাস,যবনিকা নেমে এলো শেষ হল শ্বাস।শুনেছি মরণের ওপারে নাকি গভীর অন্ধকার, এপারে দেখেছি কি কভু আলোর পাহাড়?উপস্থিতি যখন কালো বাষ্প তৈরী করে,ক…
#আলোর রেখায় অন্ধকার
(২৯. ১০. ২০২০)
#সংহিতা মজুমদার
দীর্ঘ সংলাপগুলো যখন ফেলছে নিশ্বাস,
যবনিকা নেমে এলো শেষ হল শ্বাস।
শুনেছি মরণের ওপারে নাকি গভীর অন্ধকার,
এপারে দেখেছি কি কভু আলোর পাহাড়?
উপস্থিতি যখন কালো বাষ্প তৈরী করে,
কেমন করে থাকি আমি সেই পোড়া ঘরে।
আমার মন ছুঁয়ে থাক আজ সেই বৈরাগীর গান,
অলৌকিক স্থিতিগুলো হোক আজ ম্লান।
অহংকারের বাষ্পে ভোগের সন্ন্যাস,
দৃষ্টিশূন্য প্রশ্নহীন মরুভূমিতে বাস।
কিছু শব্দ লুকিয়ে ছিলো আধো অন্ধকারে,
তারা আজ বিপর্যয় যেন বাস্তবের ভারে।
কিছু শীর্ণ অন্ধকার রেখে গেছে তার স্পষ্ট চিহ্ন,
আলোর রেখা সাথে তারা আজ অভিন্ন।।
©সংহিতা মজুমদার।