অরুণ কুমার সাউ,পাঁশকুড়া: দেখে চেনা যায় না রাস্তা না পুকুর! সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল। আর দুর্ঘটনা নিত্যসঙ্গী।
পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া১ ব্লকের খন্ডখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহারপোতা গ্ৰামে হরশঙ্কর চন্ডীপুর…
অরুণ কুমার সাউ,পাঁশকুড়া: দেখে চেনা যায় না রাস্তা না পুকুর! সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল। আর দুর্ঘটনা নিত্যসঙ্গী।
পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া১ ব্লকের খন্ডখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহারপোতা গ্ৰামে হরশঙ্কর চন্ডীপুর রাস্তার বাহারপোতা গ্ৰামের রাস্তার বেহাল দশা। যথেষ্ট পরিমাণে জল জমে যায়। রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে পড়ে।
মূলত ওই এলাকার এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত।এই এলাকার মানুষজনদের এই রাস্তার ওপরেই নির্ভর করে ভোগপুর, মেছেদা, তমলুক সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা যেতে হয় । এই রাস্তার পাশেই রয়েছে ইন্ডিয়ান গ্যাস এর অফিস, রয়েছে রাস্তার পাশেই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়ি , কিন্তু দীর্ঘ সময় রাস্তার ওপর জল জমে থাকায় বিপদের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ । রাস্তার পাশে ডোবা ভরিয়ে বাড়ি করার জন্য নিকাশি ব্যবস্থা অনেক ক্ষেত্রে বিপর্যস্ত হয়ে পড়েছে ফলে রাস্তার এমন বেহাল অবস্থা
তাই আজ এক জোটে সাধারণ মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ এ সামিল হয় । এই সময় যানজট পরিস্থিতির সৃষ্টি হয় এই জনবহুল মূল রাস্তায়। যানজটের খবর পেয়ে উপস্থিত হয় পাশকুড়া থানার দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার্সরা । পাঁশকুড়া থানার তরফে বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
গ্ৰামবাসীদের অভিযোগ, প্রধান সহ নানা কর্তপক্ষকে জানিয়েও সুরাহা হয়নি। তাই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপে এই বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ। খন্ডখোলা গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব মাইতি বলেন, ওই জায়গাতে ইতিপূর্বে বহু আলোচনা হয়েছে রাস্তার সংস্কারের জন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে, এলাকাবাসী সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ খুব শীঘ্রই সারানো হবে।