#অনুভূতি
#সংহিতা মজুমদার
তুমি কি আমায় পাথর ভাবো, ওর তো অনুভূতি নেই, আমার যে আছে অনুভূতি ,,পাওয়া নাপাওয়ার একটা নিগূঢ় অনুভূতি |সবুজ পাতাগুলো শুকিয়ে গিয়ে যখন তাতে শুধু শিরা-উপশিরা দেখা যায়, তখন আমার অনুভূতি কি বলে তুমি জানো? অন্ধকা…
#অনুভূতি
#সংহিতা মজুমদার
তুমি কি আমায় পাথর ভাবো,
ওর তো অনুভূতি নেই,
আমার যে আছে অনুভূতি ,,
পাওয়া নাপাওয়ার একটা নিগূঢ় অনুভূতি |
সবুজ পাতাগুলো শুকিয়ে গিয়ে যখন তাতে শুধু শিরা-উপশিরা দেখা যায়,
তখন আমার অনুভূতি কি বলে তুমি জানো?
অন্ধকারকে আমি খুব ভয় পাই,
জানো তখন আমি শামুকের মতো গুটিয়ে যাই?
বড়ো বৃক্ষ যখন তার মোটামোটা শিকড় নিয়ে উপড়ে যায়, তখন আমার একটা যন্ত্রনা হয়,
সেই যন্ত্রনার অনুভূতি তুমি জানো?
তোমার কথায় যখন মেঘ থাকে,
আমার হৃদয়ে তখন ক্ষতের অনুভূতি দেয়, কোনো সময় যখন আমার প্রশ্নে তোমার শুধুই নীরবতা থাকে,
বোঝো কি তখন আমি ভীষণ কষ্ট পাই হৃদয়ের যন্ত্রনায়?
হ্যাঁ তুমি আজও বোঝো না,
আমার নিরুত্তর অভিমানের অনুভূতি গুলো...
©সংহিতা মজুমদার |