Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

উদ্বোধন ________________///কলমে✍অমরনাথ মজুমদার 22//10//2020///__________________|দশভুজা এলেন ধরায়, কি অপরূপ সাজ ঢাকের শব্দ জানান দিল ,মায়ের বোধন আজএকটি বছর পরে উমা এলেন বাপের বাড়ি বিল্ব বৃক্ষ তলে এসো মা কে বরণ করি।চারিদিকে খুশির …

 


উদ্বোধন 

________________///

কলমে✍অমরনাথ মজুমদার 

22//10//2020

///__________________|

দশভুজা এলেন ধরায়, কি অপরূপ সাজ 

ঢাকের শব্দ জানান দিল ,মায়ের বোধন আজ

একটি বছর পরে উমা এলেন বাপের বাড়ি 

বিল্ব বৃক্ষ তলে এসো মা কে বরণ করি।

চারিদিকে খুশির ছোঁয়া কাশ ফুলেরা দোলে

শিউলি ঝরা স্নিগ্ধ সকাল মনেতে ঢেউ তোলে।

সরোবরে পদ্ম শালুক মনের সুখে ফোটে 

প্রাণের টানে মৌমাছিরা সেথায় এসে জোটে।

বাতাসে আজ ধুনোর গন্ধ ,শঙ্খ বাজে দূরে 

সুগন্ধি ফুল ছড়ায় সুবাসে আগমনীর সুরে ।

হয়তো অনেক ব্যথা আছে মনের মাঝে জমে 

সে সব ভেবে লাভ কি বলো,আছে এ খুশির দিনে।

আজ যে মায়ের মহাষষ্ঠী,নতুন ভাবে জাগো 

জীবন মানেই এগিয়ে চলা থামলে চলবে নাগো।