Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর উপহার পেলেন শোভন ও বৈশাখী

তরুন চট্টোপাধ্যায়বিজেপির পুজো তে সব নেতারা গেলেও এখনো গেলেন না শোভন ও বৈশাখী।আসলে শোভন তো এখন রাজনৈতিক বিশ্রামাগারে।পুজোতে না গেলেও মমতার কাছ থেকে উপহার নাকি এ বছর ও পেয়েছেন সাধের কানন।শোভন পেলেন কুর্তা ও পাঞ্জাবি আর বৈশাখীর জন্য…

 

ছবি সংগৃহীত

তরুন চট্টোপাধ্যায়

বিজেপির পুজো তে সব নেতারা গেলেও এখনো গেলেন না শোভন ও বৈশাখী।আসলে শোভন তো এখন রাজনৈতিক বিশ্রামাগারে।

পুজোতে না গেলেও মমতার কাছ থেকে উপহার নাকি এ বছর ও পেয়েছেন সাধের কানন।শোভন পেলেন কুর্তা ও পাঞ্জাবি আর বৈশাখীর জন্য শাড়ি।

অবশ্য শোভন ও নাকি দিদির জন্য শাড়ি পাঠিয়েছেন পুজোর উপহার হিসাবেই।

বৈশাখী বলেছেন উপহার পেতে কার না ভালো লাগে।তাই দিদির দেওয়া এই উপহার পেয়ে আমরা আপ্লুত।

দিদির সেকেন্ড ম্যান এখন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি ।এই মুকুল রায়ের ইচ্ছে তেই শোভনের বিজেপি দলে আগমন।তাও প্রায় বছর দেড়েক হয়ে গেল।আর সে দিন থেকেই শোভনের তৃনমূলে ফেরা নিয়ে চলেছে নানা গুজব।

এটি নিছক ই পুজো উপহার ।তবুও রাজনৈতিক লিখিয়ে দের কলম গল্প খুঁজছে এই শোভন কে নিয়ে ।আর শোভন যখন সে গল্পে বৈশাখী তো থাকবেই।ভাই ফোঁটার পরেও ও গল্প এসেছিল।এ বছর আবার কি হয়।

একুশের ভোট।গুজবের বাতাস বইবে শনশনিয়ে।

কে আজ এই দলে কে বা অন্য দলে।

সেই ট্রাডিশন চলবে সমানে।