Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা#শিরোনাম._আমার গ্রাম#কলমে_মনীষা পলমল5/10/20
কেলেঘাই এর তীরে আমারসবুজ ঘেরা গাঁ।শাল..মহুয়ার মিষ্টি ছায়ায়শিশির ধোওয়ায় পা!
রাঙামাটির পথের বাঁকেপান্না সবুজ মাঠে,ইচ্ছেডানা য় টানি উড়ান মিঠেল হাওয়ার সাথে।
ভোরবেলাকার গোবরছড়া সাঁ…

 


#বিভাগ_কবিতা

#শিরোনাম._আমার গ্রাম

#কলমে_মনীষা পলমল

5/10/20


কেলেঘাই এর তীরে আমার

সবুজ ঘেরা গাঁ।

শাল..মহুয়ার মিষ্টি ছায়ায়

শিশির ধোওয়ায় পা!


রাঙামাটির পথের বাঁকে

পান্না সবুজ মাঠে,

ইচ্ছেডানা য় টানি উড়ান 

মিঠেল হাওয়ার সাথে।


ভোরবেলাকার গোবরছড়া 

সাঁঝের পিদীম তুলসীতলায়,

বাঁশের আগায় আকাশ প্রদীপ

চোদ্দপ্রদীপ দুয়ার গোড়ায় ।


দিন রাত্রির কাব্য চলে

প্রকৃতির এই রঙবদলে!

সহজসরল মেঠো জীবন , 

আনন্দ আর শান্তি মিলে।


বিহান  সাঁঝের রক্তরাগে

আঁধার মায়ার ওড়না গায়ে

সবুজ ঘেরা গাঁ টি আমার

সোহাগ চাদর দেয় বিছায়ে॥