""প্রতিবাদ""
ধর্ষণ ভোগে কি আনন্দইচ্ছে করে ধর্ষক কে জিগাই।ছোট বড় কালা বোবা হাবামানিস না তো কিছুই,কেনরে ধর্ষক মশাই?যারে পাই, তারে খাই,ভয় নাই,ডর নাইরক্ত কত চাস?,থলথলে পিন্ড চাস।তোরা কি মানুষ না?রাম গরুর ছানা নাক…
""প্রতিবাদ""
ধর্ষণ ভোগে কি আনন্দ
ইচ্ছে করে ধর্ষক কে জিগাই।
ছোট বড় কালা বোবা হাবা
মানিস না তো কিছুই,কেনরে ধর্ষক মশাই?
যারে পাই, তারে খাই,ভয় নাই,ডর নাই
রক্ত কত চাস?,থলথলে পিন্ড চাস।
তোরা কি মানুষ না?
রাম গরুর ছানা নাকি?
নাকি নেরি কুত্তার, হায়েনার ভাই।
চিরদিন রবে, ছিল ধর্ষণ, কর্ষণ
নারীকে হরণ পীড়ন!
কেনরে,তোরা কি মানুষ না
তোদের মা,বোন, বউ বেটি কি ঘরে নাই?
এতো জ্বালা কিসের তোদের?
শুধু খাই, খাই আর খাই,খাই!
নারীকে পন্য,অবলা ভাবিস।
নারীর কি কোনই মান সম্মান নাই?
কেন তাদের বিরক্ত করিস রে সর্বদাই?
বিয়ে করে প্রতারণা,
প্রেমের ফাঁদে বেহায়াপনা,
স্কুল, কলেজে, মাদ্রাসায় কোথাও কেন রে
নারীর কোন স্বস্তি নাই!
দর্জি,হেলপার রাস্তার কুলাঙ্গার পিশাচ
চলতে পথে ধাক্কা,স্পর্শ ফিসফিস,
ইফটিজিং করা চাইই কেনরে?
আল্লাহ রাসূলের কোন ডর, ভয় কি
তোদের মনের মধ্যে নাই?
যাদের নাই যারা চায় তাদের কাছে জানা,,।,,
ফোন নম্বন তো দেয়াই থাকে।
আধুনিক ডিজিটাল যুগে
ফেইস বুকের পাতায়
ইউ টিউবে, নগ্ন,নগ্ন,নগ্ন ছবির ছড়াছড়ি!
হাত ছানিতে যুবক, যুবতীরে ডাকে সর্বদাই!
যানা, তাদের কাছে যা।
ভাসমান পতিতার কাছে যা না?
শয়তান পুলিশ নিরব!
স্বাথে ঘা পড়লে হয় সরব!
দেখার, বলার, কেউ নেই!
সাধারন বউ,বেটিকে কেন উতক্ত করা
দিন নাই,রাত নাই,
দেশের, বিশ্বের এই চরম অবস্থা থেকে আমরা
সাধারন জনতা এর পরিত্রাণ চায়।
সকল ধর্ষকের নির্মম বিচার চায়!
আমরা শান্তি চাই, স্বত্তি চাই
উত্তোরণ ঘটুক অসভ্য মন মানসিকতার।
বিশ্বের সকল ভাল নর ও নারীর নিরাপত্তা চাই।
গনতন্ত্রে র সুস্থতা চাই,আইনের সঠিক শাসন চাই।
সুন্দর পৃথিবীতে স্বস্তিতে বাঁচার কি কোন উপায় নাই?
,