ভিজে চোখে___________তুমি ফিরে আসো বারবারসুতৃষ্ণার মেঘের ঝড়ঝড়।ভিজে চোখে দাড়ালে কি?সাতখুন মাফ,এটাই ঘটবে নাকি।আমাকে করেছো চৌচিরমাঠে, দগদগে স্মৃতির খরার।আমাকে পরিত্যাগ প্রত্যাখানঅর্থের মানদন্ডে লাভ খতিয়ান।শুকনো খড়ের হৃদয়সহজে আগ…
ভিজে চোখে
___________
তুমি ফিরে আসো বারবার
সুতৃষ্ণার মেঘের ঝড়ঝড়।
ভিজে চোখে দাড়ালে কি?
সাতখুন মাফ,এটাই ঘটবে নাকি।
আমাকে করেছো চৌচির
মাঠে, দগদগে স্মৃতির খরার।
আমাকে পরিত্যাগ প্রত্যাখান
অর্থের মানদন্ডে লাভ খতিয়ান।
শুকনো খড়ের হৃদয়
সহজে আগুন ধরায়।
পাত্র ব্যবসায়ী মটোরযানে
সাওয়ার।
কয়েকটি মাসের পরে তোমার
স্বপ্ন চুরমার।
তুমি শিক্ষিকা হয়ে বোঝনি
পুরুষের চোখের ভাষা।
কোনটা দেহের ক্ষুদা
বা নিখাঁদ ভালোবাসা।
সন্ধ্যা নামে চৌকাঠের
দোরগোড়ায়
আমি অভিমান শিথিল করে
নিশ্চয় দেব আশ্রয়।