Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিঃ পথিক আল আমিনকবিতাঃ হাজার বছরের চুক্তিবদ্ধ আমিতারিখঃ 18/10/2020হাজার বছরের চুক্তির নথি হাতে স্বপ্নরাপ্রাণের বন্দরে গড়েছে সৌখিন বসত।চোখের তারায় ভাসিয়েছে আলোর ভেলা,প্রাণে প্রাণে খাড়া করেছে বিশ্বস্ত প্রহর।…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিঃ পথিক আল আমিন

কবিতাঃ হাজার বছরের চুক্তিবদ্ধ আমি

তারিখঃ 18/10/2020

হাজার বছরের চুক্তির নথি হাতে স্বপ্নরা

প্রাণের বন্দরে গড়েছে সৌখিন বসত।

চোখের তারায় ভাসিয়েছে আলোর ভেলা,

প্রাণে প্রাণে খাড়া করেছে বিশ্বস্ত প্রহর।

ক্ষুধাতৃষা ভুলে মন, রুপ কথার গল্পের মত

বনময় ঘুরে ঘুরে কুড়ায় সাধের মৃগনাভি।

ডাঙ্গার যুবতি শরীর জলের জোয়ারে হয় গর্ভবতী,

মেতে উঠে বর্ণাঢ্য উপঢৌকনে সবুজ,

সূর্যের আদর মাখা মেঘেরা

ঠোঁটে ঠোঁটে রাঙ্গায় আকাশের পিঠ।

স্বপ্নরা যখন হাজার রাতের গল্প কাঁধে

পায়ে পায়ে হেঁটে যায় আমার প্রিয়ার ঘুঙুর ছুঁতে,

আমি অভিশপ্ত আলো মুছে,পথের বাঁকে বাঁকে টানায়

জ্যোৎস্নাজরিন ঝাড়বাতি।

মেঘেরা যখন সাদা জলের চাদর মুড়ে উঁকি দেয়

আমার প্রিয়ার আটচালায়,

আমি হাওয়ার দোলায় ছড়ায় প্রশান্তির বিছানা।

ধ্বংসেরা যদি ভুল করে উঠে আসে প্রিয়ার উঠানে,

তার সওদাগরী থাবায় ছুঁড়বো আপোষহীন নীল খাম,

সব শর্তের ইতি টেনে লিখেবো সত্যের ঠিকানা,

আমি সূর্যের বসত ভিটা ঘুরে ঘুরে

সব সুন্দরের জন্য গড়বো এক একটা বদলে যাওয়া পৃথিবী।

আমার স্বপ্নরা বিশ্বাসী পায়ে দাঁড়িয়ে থাকবে আঙ্গিনায়,

এ আমার শাশ্বত অঙ্গীকার।