Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনাম-মানবতাকলমে-অপর্ণা চক্রবর্তীতারিখ-১৭/১০/২০২০
দিন বদলের সাথে সাথেপেয়েছি প্রমান হাত নাতে বদলেছে মানুষের মানসিকতাহারিয়ে গেছে মানুষের মানবতা। পশুর মতো হয়েছে মানুষহারিয়েছে তাদের মান আর হুঁশমানুষে মধ্যে বেড়েছে দূর…

 


বিভাগ-কবিতা

শিরোনাম-মানবতা

কলমে-অপর্ণা চক্রবর্তী

তারিখ-১৭/১০/২০২০


দিন বদলের সাথে সাথে

পেয়েছি প্রমান হাত নাতে

 বদলেছে মানুষের মানসিকতা

হারিয়ে গেছে মানুষের মানবতা।

 পশুর মতো হয়েছে মানুষ

হারিয়েছে তাদের মান আর হুঁশ

মানুষে মধ্যে বেড়েছে দূরত্ব সাথে বেড়েছে প্রতিহিংসার গুরুত্ব

হারিয়েছে ফেলেছে নিজস্ব মানবিকতা

লোপ পেয়েছে তাদের বুদ্ধিমত্তা।

কেউ ভুল করলে পরে

একই ভুল অন্যেও করে।

ভুলের পাহাড় জমতে থাকে

ভুল শোধরাতে ডাকবো কাকে?

মানবতা আজ ডুকরে কাঁদে

বলতে গেলেই পড়বে ফাঁদে।

নিজের ভালো সবাই বোঝে

চলে তাই বেশ সমঝে।

স্বার্থ ছাড়া এই সমাজে

বাড়ায়না হাত কেউ সহজে

ভাই-বোন আত্মীয়-স্বজন পাড়া-পড়শী

সকলেই এখন একটু বেশি স্বার্থান্বেষী।

বেইমান আর অবিশ্বাসের ভিড়ে

স্বজন ঠাঁই পায় না আপন নীড়ে

মানবতা আজ লুপ্ত প্রায়

হয়েছে ফলে সকলে অসহায়।

কারোর বিপদে সহজে কেউ

আসেনা, উপরন্তু লাগায় ফেউ।

আমরা হয়েছি আজ অমানবিক

করে চলেছি ব্যবহার পাশবিক।

নিজের মধ্যে আনতে হবে বদল

ফিরবে তবে আগের মানবতার আদল

জাগাতে হবে আত্মসচেতনতা

তবেই ফিরবে আমাদের মানবতা।