#কবিতা#আমি_কি_খুব_বেশি_চেয়েছিলাম #গোপা_ব্যানার্জ্জী
আমি একটা ছোট্ট ঘর চেয়েছিলামভালোবাসা,স্নেহ মমতা আরআবেগ দিয়ে তৈরি, খুব সাধারণএকটা ঘর চেয়েছিলাম!অথচ বারেবারে সেই ঘরভেঙে পড়ে তাসের ঘরের মতো।আমি কি খুব বেশি চেয়েছিলাম?
আমি একটা সাথী চে…
#কবিতা
#আমি_কি_খুব_বেশি_চেয়েছিলাম
#গোপা_ব্যানার্জ্জী
আমি একটা ছোট্ট ঘর চেয়েছিলাম
ভালোবাসা,স্নেহ মমতা আর
আবেগ দিয়ে তৈরি, খুব সাধারণ
একটা ঘর চেয়েছিলাম!
অথচ বারেবারে সেই ঘর
ভেঙে পড়ে তাসের ঘরের মতো।
আমি কি খুব বেশি চেয়েছিলাম?
আমি একটা সাথী চেয়েছিলাম
যার কাঁধে মাথা রেখে
হাতে হাত রেখে, লড়তে পারবো
সব যুদ্ধ জিতে যাবো সততা দিয়ে
শুধু সৎ হৃদয়বান একটা মানুষ
ভরসা করার মতো একটা মানুষ।
আমি কি খুব বেশি চেয়েছিলাম?
আমি একটা সহজ জীবন চেয়েছিলাম
পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, সুখ দুঃখ নিয়ে
সাধারণ একটা জীবন!
একবারও পাইনি সেই খুশি
এত লড়াই করে, এত সময় দিয়ে
এত আত্মত্যাগ করেও
একদিনও ভালো থাকিনি আমি
আমি কি খুব বেশি চেয়েছিলাম?
আজও ক্লান্ত, অবসন্ন মনে
আমি সাজিয়ে চলেছি সেই ঘর
আজও দিনরাত প্রতীক্ষায় আছি
একদিন সে ফিরবে, ধরবে হাত
টেনে তুলবে বিষন্নতার অতলে
তলিয়ে যাওয়া মনটাকে!
একদিন আমার আর অভিনয়
করতে হবেনা ভালো থাকার!
আমি কি খুব বেশি চেয়েছিলাম?
©®গোপা