Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মানুষ — সে তো স্মৃতির প্রবাহ শুধু            — অশোককুমার লাটুয়া 
স্মৃতিরা ফিরে আসে পুরনো সময়ের ডালপালা ঠোঁটে — কিছু ফুল কিছু কাঁটা নিয়ে। খাটের ওপরে পা দুলিয়ে বসে গা ঘেঁষে। নিজের মতো গল্প করে আলো অন্ধকারে। স্মৃতিরা আসে স্মৃতিরা যায়…

 


মানুষ — সে তো স্মৃতির প্রবাহ শুধু  

          — অশোককুমার লাটুয়া 


স্মৃতিরা ফিরে আসে 

পুরনো সময়ের ডালপালা ঠোঁটে — কিছু ফুল কিছু কাঁটা নিয়ে। 

খাটের ওপরে পা দুলিয়ে বসে গা ঘেঁষে। 

নিজের মতো গল্প করে আলো অন্ধকারে। 

স্মৃতিরা আসে স্মৃতিরা যায় 

স্মৃতিরা সাজিয়ে দিয়ে যায় 

স্মৃতিরা আমাদের চোখে আমাদের চিনিয়ে দিয়ে যায়। 

আবার আসবো ব'লে কথা দিয়ে চলে যায় স্মৃতিরা নিরুদ্বেগ ডানায়। 

ক্ষতি কারো করেনা স্মৃতিরা। 

স্মৃতিকে গুছিয়ে রাখি 

চালফুটো বৃষ্টিতে রোদে কুঁড়েঘরে 

কাঁচালঙ্কায় পান্তাভাতের পুরনো থালায় 

আর এখন চিনিহীন 

বিকেলের চায়ের পেয়ালায় 

চোখ রেখে সময়ের জানালায়। 

স্মৃতিরা সব জানে — আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি। 

শুধু দেখা ক'রে যায় স্মৃতিরা 

সৌজন্য জানাতে এসে সহজ ভদ্রতায়। 

মানুষ — সে তো আগাগোড়া 

অবিরাম স্মৃতির প্রবাহ শুধু। 


অশোক  ০৫ // ১০ // ২০২০