কবিতা : বিভেদস্বপন মন্ডল০৩/১০/২০২০
এক পৃথিবী,একই মানুষশুধু বৈষম্যর হাতছানিঅামার কুঁড়ে ঘর,তোমার অট্টালিকাঅামি,অনাহারে মরি !
তুমি ভরে থাকো,অর্থে প্রাচুর্যেতুমি ধনী ব্যবসায়ী কিংবা চাকুরিজীবিঅামি ফুটে বসি অথবা কেরানিঅামি,সদাই নিম্নগামী…
কবিতা : বিভেদ
স্বপন মন্ডল
০৩/১০/২০২০
এক পৃথিবী,একই মানুষ
শুধু বৈষম্যর হাতছানি
অামার কুঁড়ে ঘর,তোমার অট্টালিকা
অামি,অনাহারে মরি !
তুমি ভরে থাকো,অর্থে প্রাচুর্যে
তুমি ধনী ব্যবসায়ী কিংবা চাকুরিজীবি
অামি ফুটে বসি অথবা কেরানি
অামি,সদাই নিম্নগামী...!
সুযোগ সুবিধা যত সমাহার
সবিই তোমারি জন্যে
একই বাজারে,বাজার করি
অামি ,ঘুরে ঘুরে হই হন্যে !
হয়তো প্রলাপ বা যত অভিমান
জানি,নেই তার কোনো দাম
অপরাধী ভেবে,অাঘাত করোনা
এ সমাজে,অামার নেই কো কোনো মান !