কবিতা : তুমি যা চাও কলমে : স্নিগ্ধা পণ্ডিত তারিখ : 21/10/2020
বলেছিলে, জলই জীবন, অথচ চোখের জল তুমি সহ্য করতেই পারো না ;সেইদিন চোখে ক্যাকটাস চাষ করেছিলাম।
বলেছিলে, তুমি বনস্পতি হতে চাও। আমি আলমারি ঘেঁটে, পুরানো সেই সবুজ শিফন শাড়ি…
কবিতা : তুমি যা চাও
কলমে : স্নিগ্ধা পণ্ডিত
তারিখ : 21/10/2020
বলেছিলে, জলই জীবন,
অথচ চোখের জল
তুমি সহ্য করতেই পারো না ;
সেইদিন চোখে ক্যাকটাস চাষ করেছিলাম।
বলেছিলে, তুমি বনস্পতি হতে চাও।
আমি আলমারি ঘেঁটে, পুরানো সেই
সবুজ শিফন শাড়িটা, সুন্দর করে পড়ে
তোমার সামনে এসে দাঁড়িয়েছিলাম।
তুমি আঁচল ধরে বলেছিলে....
তুমিই আমার সবুজ অরণ্য।
বলেছিলে, দাবানল হতে চাও।
সব কিছু পোড়াতে পোড়াতে
নিজেই পুড়ে ছাই হতে ভালোবাসো।
আমি পায়ে আলতা পড়ে,
পান চিবানো রাঙা ঠোঁট নিয়ে
তোমার বারান্দায় এসেছিলাম।
তুমি হেসে বলেছিলে.....
এমন আগুনে পুড়তে বার বার জন্ম নেবো।
বলেছিলে, রামধনু হতে নাকি তোমার বড়ই সাধ,
আমি সাত রঙের কাঁচের চুড়ি পড়ে
আর নানান রঙের কুমকুমের ডিপে নিয়ে
তোমার পায়ের কাছে বসে বলেছিলাম..
আমার কপালে একটা
সুন্দর টিপ পড়িয়ে দাও তো ;
তুমি আমার টিপ পড়া কপালে চুমু দিয়ে বললে....
আজ থেকে তুমিই আমার রামধনু।
বলেছিলে, প্রতি রাতে তুমি
মৃত্যুর জন্য অপেক্ষা করো।
আমি সেদিন থেকে তোমার রাতকে
জাগিয়ে রাখার দায়িত্ব টা নিয়েছি ;
এই প্রথম তুমি কিছুই বললে না ;
শুধু রাত এসে বলে গেল......
তুমি নাকি আমায় মৃত্যু বলেই ডাকো।