Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#শিরোনাম_মায়ের_মুখমণ্ডল#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত#ধলেশ্বর_আগরতলা_ত্রিপুরা#তারিখ_২০_১০_২০২০_ইং******************"**********ভাবের ঘরে চেয়ে দেখি বাঁকের পর বাঁক বদল,প্রকৃতির প্রলয় নৃত্য যামিনীর অশ্রু সজল।নিষ্প্রদীপ আলয়ে বেহিস…

 


#শিরোনাম_মায়ের_মুখমণ্ডল

#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত

#ধলেশ্বর_আগরতলা_ত্রিপুরা

#তারিখ_২০_১০_২০২০_ইং

******************"**********

ভাবের ঘরে চেয়ে দেখি বাঁকের পর বাঁক বদল,

প্রকৃতির প্রলয় নৃত্য যামিনীর অশ্রু সজল।

নিষ্প্রদীপ আলয়ে বেহিসাবি হাওয়ায় নিরাশার দোলাচল,

শরতের নীলাম্বরে কুমোরপাড়ায় কাশফুল দোদুল।।


ফোয়ারা বুকে মায়ের আগমন ধ্বনি পদ্মপাতার জল,

স্থবির চিত্তে অনুভূতির স্ফুরিত ছন্দ নিয়মের ইন্দ্রজাল।

মণ্ডপে মণ্ডপে দেরাজে বন্ধ শারদোৎসবের চিরন্তন দোল,

অযুত স্বপ্নের ধোঁয়াশা নিয়েই কুমোর গড়ে মা'য়ের মুখমণ্ডল।।