#কবিতা--"বুঝতে দেই নি"কলমে-- ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
বুঝতে দেই নি -------------------------
দিবা নিশী নির্জন নিভৃতে থেকেছি, কিন্তু নিঃসঙ্গতার আঁচ লাগতে দেই নি, আমি কাউকে বুঝতে দেই নি।
সুরছন্দে সমান ল'য়ে তালে সমাজ স…
#কবিতা--"বুঝতে দেই নি"
কলমে-- ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
বুঝতে দেই নি
-------------------------
দিবা নিশী নির্জন নিভৃতে থেকেছি,
কিন্তু নিঃসঙ্গতার আঁচ লাগতে দেই নি,
আমি কাউকে বুঝতে দেই নি।
সুরছন্দে সমান ল'য়ে তালে
সমাজ সংসারে সমানে চলেছি,
আমি বুঝতে দেই নি।
আমি হতে পারিনি দাঁড় হীন নৌকা,
হতে দেই নি উদ্দেশ্যে হীন জীবন
নিঃসঙ্গতার আঁচ লাগতে দেই নি,
আমি বুঝতে দেই নি।
জীবন নদী সমানে বয়ে চলেছে,
তার শেষ গন্তব্যের দিকে
সবাই কে সঙ্গে নিয়ে।
হোক না অধিশ্বর বা দাস দাসী,
সবার তো হবে একই ঠাঁই
গোর বা শ্বশানে।
তাই নিঃসঙ্গতার আঁচ লাগতে দেই নি,
এই একাকিত্ব জীবনে,
আমি বুঝতে দেই নি কাউকে।