Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা   :   অবিরাম ভেঙে পড়ছেকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :    ০৯ , ১০ , ২০২০
মাঝে মাঝেই মনে হয়--আমরা বুঝি দাঁড়িয়ে আছি নাজিরগঞ্জের সেই অভিশপ্ত জেটির ওপরে ।আমাদের মাথার ওপর--সর্বক্ষণেরচরম অনিশ্চয়তার ঝুলন্ত খড়্গ , এবং নিচেসহ…

 


কবিতা   :   অবিরাম ভেঙে পড়ছে

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :    ০৯ , ১০ , ২০২০


মাঝে মাঝেই মনে হয়--আমরা বুঝি দাঁড়িয়ে আছি নাজিরগঞ্জের সেই অভিশপ্ত জেটির ওপরে ।

আমাদের মাথার ওপর--সর্বক্ষণের

চরম অনিশ্চয়তার ঝুলন্ত খড়্গ , এবং নিচে

সহস্র ঘূর্ণি তুলে বহে চলেছে রাক্ষসী ভাগীরথী ।

তার সর্বগ্রাসী আগ্রাসনে--আমাদের না-নীতির

দুর্বল পাড় ঝুপঝাপ শব্দে অবিরাম ভেঙে পড়ছে ।

সেই পাড়-ভাঙার শব্দ--দিবারাত্র কানে আসছে ,

এবং ক্রমাগত এগিয়ে আসছে  সেই শব্দ ; 

আমাদের হুঁশ নাই , পরোয়াও নাই ।


পরিবর্তে , মিথ্যের একহিমালয় অহঙ্কার এবং

সভ্যতার নামে একবিন্ধ্য অসভ্যতা , অপসংস্কৃতি ও

অনিয়মকে মাথায় নিয়ে আমরা যে কেমন করে

তিলে তিলে ন্যুব্জ হয়ে পড়ছি , এবং 

নিঃশব্দ এক চোরাস্রোতে ক্ষয়ে ক্ষয়ে কেমন করে

সেই ভয়াল ভাঙনের মুখে এগিয়ে নিয়ে চলেছি বেবাক দুনিয়াটাকে , কেউ বুঝছি না ।


হয়তো বা বুঝতেই চাইছি না , এবং তাই , 

সেই ঘনায়মান করাল অন্ধকারের মুখে দাঁড়িয়েও ,

চোখ যাদের চোখের কোটরে--প্যাঁচার

চোখের মতো জ্বলছে , অথবা

যেসব স্থূলোদর নিজেরাই বইতে পারে না

নিজেদের ভার , যাদের কাছে পৃথিবীর 

সব ' ইজম'ই অর্থহীন , সেই  তাদের জিম্মায়

নিজেদের বল-ভরসা , বোধ-বুদ্ধি জমা রেখে 

যে ভুল করছি , তাতেও কেবলই মনে হয় ,

আমরা দাঁড়িয়ে আছি সেই এপ্রিল পঁচানব্বই-এর

নাজিরগঞ্জের জেটির ওপর--বুকে নিয়ে অনুক্ষণ ভয় আর সংশয়ের পাহাড় , ‍মাথায় নিয়ে

পুঞ্জীভূত বজ্রগর্ভ মেঘেদের জটলা ।

-------------------------------------------------------------------