কবিতা,শিরোনামে-শুভবিজয়া,কলমে-প্রদীপ মন্ডল,তারিখ-26/10/2020.
অন্তর মম কাঁদে কেন আজি,উথালি উঠিল কেন হিয়া?বিসর্জনের বাজনা বাজিয়া ঐ,সিক্ত নয়নে শারদীয়া!চলিয়া যাইবে জগৎজননী,কৈলাস শিখরে বাঁধিয়া ঘর!ডাকিলে সে আসিবে আবার,একটি বছর পর!বিদায় ন…
কবিতা,
শিরোনামে-শুভবিজয়া,
কলমে-প্রদীপ মন্ডল,
তারিখ-26/10/2020.
অন্তর মম কাঁদে কেন আজি,উথালি উঠিল কেন হিয়া?
বিসর্জনের বাজনা বাজিয়া ঐ,সিক্ত নয়নে শারদীয়া!
চলিয়া যাইবে জগৎজননী,কৈলাস শিখরে বাঁধিয়া ঘর!
ডাকিলে সে আসিবে আবার,একটি বছর পর!
বিদায় নিবে দুই হাজার বিশ,আসিবে না আর কভু ফিরিয়া!
কত যে ব্যথার,কত যে আশার,সুখে দুঃখে ছিলাম সংসারে ভরিয়া!
তুমি গেলে মাগো নিঃস্ব হৃদয়,শূন্য এ ভব সংসার!
আশা নিরাশার মাঝে,বেদনা বীনা বাজে,ভাঙিয়া যায় খেলাঘর!
প্যান্ডেল আর আলোকসজ্জা,বাঁধা ছিল মা তোমারই তরে!
দুদিনের সংসার,আশা যাওয়া সার,এইনা ভব মাঝারে!
বিদায় রজনী,কাঁদে কোন সজনী,থরথর কাঁপিয়া মরিয়া হৃদয়!
তুমি গেলে মাগো,জানিনা কি হবে গো,ভাবিয়া মরিয়া যাই!
সম্মুখে আবার আসিছে দিন,জানিনা কি হবে,কি হবে!
মরিয়া মরিয়া আছি গো ঝরিয়া,মাগো মরণকে কে জয় করিবে?
যেথা থাকিও,ভালো থাকিও,বলিও পরম পিতারে!
তুমি বিনে আর চলেনা সংসার,বৃথা বাঁচা অকূল আঁধারে!
যাওয়ার আগে,চরণ দিয়োগো মাগো,রাখিব এ বিদীর্ণ বক্ষে!
আকুল আঁধারে,ব্যথার পাথারে,তুমি মা করিও রক্ষে!
দুচোখের জলে অঞ্জলি তোমার,লহ গো দুহাত ভরিয়া!
এ যে অকিঞ্চন,করিওনা বঞ্চন,আছি গো ঝরিয়া মরিয়া!
দিবার মতো কিছুই নাহিগো আর,সবই তো তোমার মাগো!
ইহ জগতে গড়িয়াছ নিজ হাতে,ভাঙিতে তুমিই পারোগো!
তব হাতে সোঁপিয়া জনম,আত্মীয় পরিজন,সংসার!
পারো যদি রক্ষা করিও মাগো,মিনতি করি বারেবার!
আসিও আবার,এ পাপের সংসারে,করিতে জীবে উদ্ধার!
তুমি বিনা মাগো,কে আছে ওগো,মুক্তির তুমিই পারাবার!
আজি শুভদিনে,প্রণমি চরণে,কে বলে তব বিজয়া?
জন্মদাত্রি তুমি,জগদ্ধাত্রী ভূমি,তুমিই গৃহিনী,কন্যারুপী,প্রেয়সী বধূয়া জায়া!
বহুরূপে অধিষ্ঠান তোমার,ডুবিয়া আছো ভাবসাগরে!
তুমি বিনা মাগো,অচল তরী গো,ডুবিয়া যায় আকুল পাথারে!
সবাকার মাঝারে,আছো হৃদয়াগারে,আত্মারূপে তুমিই স্বয়ং!
কানা,খোঁড়া,ন্যালা নুলো,আকাশ,জল,মাটি,ধুলো,নাহি কোনো জাতি বিভাজন!
নমস্য আজি,দিয়া ফুল সাজি,বিদায় তব শুভশারদীয়ার!
ঐ দেখো জননী,দূর্গেশনন্দিনী,বহুরূপে দাঁড়ায়ে সম্মুখে তোমার!!