#আসছে_বছর_আবার_এসো #কবিতা_সামন্ত
মা এসেছিলেন চারটি দিনের জন্য,ধরাধাম আনন্দের বারিধারায় অনন্য।বিজয়া দশমীতে সিঁন্দুর উৎসব,বরণ করো বরণ ডালা সাজায় যতো এয়োরা যে সব।বাপের বাড়িতে কতো আচার কতো অনুষ্ঠানের আড়ম্বর,আজকে নাকি বিজয়াতে সি…
#আসছে_বছর_আবার_এসো
#কবিতা_সামন্ত
মা এসেছিলেন চারটি দিনের জন্য,
ধরাধাম আনন্দের বারি
ধারায় অনন্য।
বিজয়া দশমীতে সিঁন্দুর উৎসব,
বরণ করো বরণ ডালা সাজায়
যতো এয়োরা যে সব।
বাপের বাড়িতে কতো আচার
কতো অনুষ্ঠানের আড়ম্বর,
আজকে নাকি বিজয়াতে সিঁন্দুর
উৎসব সেরে উমা যাবে নিজ ঘর।
আনন্দেতে মাতোয়ারা সর্বজন,
মায়ের মুখের দিকে তাকাই; বাপের বাড়ি
ছেড়ে যেতে যেন কাঁদছে মেয়ের মন।
তাই খুশির সাথে বেজে ওঠে
বিজয়ারই বিষাদ,
আসবে আবার বাপের বাড়ি
একটি বছর বাদ।
দুধ মিষ্টি পান খাইয়ে মেয়েকে
আদর করে,
বলছে কানে কাঁদিসনে মা;আসবি
আবার আসছে বছর এমনি করে বাপের ঘরে।