Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা :- অন্তিম কলমে :- মৈত্রী বড়ুয়া বেহালা কলকাতা 
হৃদ আমি ভালো নেই, তোমাকে ভীষণ ভাবে কাছে পেতে ইচ্ছে করছে ।জানি এ অনুচিত চাওয়া,অচ্ছুতেরদুঃসময়ে।তবুও এই অদম্য ইচ্ছার বাদকিছুতেই মানে না ।আমি ভালো নেই হৃদ ,প্রচন্ড জ্বরে উত্তাপে সারা…

 


কবিতা :- অন্তিম 

কলমে :- মৈত্রী বড়ুয়া 

বেহালা কলকাতা 


হৃদ 

আমি ভালো নেই, তোমাকে ভীষণ ভাবে কাছে পেতে ইচ্ছে করছে ।

জানি এ অনুচিত চাওয়া,অচ্ছুতের

দুঃসময়ে।

তবুও এই অদম্য ইচ্ছার বাদ

কিছুতেই মানে না ।

আমি ভালো নেই হৃদ ,

প্রচন্ড জ্বরে উত্তাপে সারা শরীর 

আমার পুরে যাচ্ছে ।

এখন মধ্য রাত,রাস্তায় কুকুরটা একটানা কেঁদে যাচ্ছে, 

ও হয়তো আমার অন্তিম যাত্রার

খবর পেয়েছে।

ভীষণ শ্বাস কষ্ট হৃদ, 

খুব ইচ্ছে ছিলো তোমার বুকে মাথা রেখে অন্তিম ঘুম যাবো।

10,9,8,7,6,5,4,3,2,1,0

তুমি গুনবে আমার শেষ যাত্রার সময়।

তোমার কাছে একটা আকাশ চেয়েছিলাম,তোমার কাছে থেকেই সেই আকাশে মেঘ হয়ে ভাসতে চেয়েছিলাম।

তুমি ভাসিয়ে দিলে আমায়, 

তুমি জানো না ভালোবাসাকে খুব যত্ন করে বুকে জড়িয়ে রাখতে হয় ।

তুমি জোরে চেপে ধরেছিলে আমার দম বন্ধ হয়ে আসছিলো।

তুমি জানো না ভালোবাসাকে ছেড়ে দিতে নেই ।

তুমি উড়িয়ে দিলে।

আমি ভীষণ ভীষণ একা হৃদ, 

আমি তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম।

আমার এই অন্তিমকালে আমি ভীষণ একা হৃদ ,ভীষণ একা ।

আমার আকাশ আজ কালোমেঘে ঢাকা ।

তোমার বুকে আমার আর ফেরা হলো না ।


মাধবী .......