নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুররের 'ক্রিয়েটিভ আর্ট-অংকন শিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চে সকালে ছাত্র ছাত্রীদের অংকন বিষয়ক বার্ষিক পরীক্ষা। পরীক্ষক হিসেবে ছিলেন কোলকাতা থেকে আসা পর…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুররের 'ক্রিয়েটিভ আর্ট-অংকন শিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চে সকালে ছাত্র ছাত্রীদের অংকন বিষয়ক বার্ষিক পরীক্ষা। পরীক্ষক হিসেবে ছিলেন কোলকাতা থেকে আসা পরীক্ষকরা। সকলেই সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বার্ষিক অংকন পরীক্ষায় অংশগ্রহণ করে। অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন পরীক্ষার্থীদের অভিভাবকেরা। মেদিনীপুর ক্রিয়েটিভ আর্ট এর কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী সুজিত দাস জানিয়েছেন,বোর্ড পরিচালিত এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।