Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম:#ব্যবধানকলমে: নিতাই মৃধা।তাং-২৯/১০/২০.সাগরের তটে বসে আমি যেমন ছুঁয়ে আছি তোমাকে!মেঘ যেমন ছুঁয়ে আছে আকাশ,আকাশ যেমন ছুঁয়ে আছে গিরিশৃঙ্গ,বনস্পতি যেমন ছুঁয়ে আছে গিরিশৃঙ্গকে!
তবু,কেউ কি কারো কাছের?কেউ কাউকে পারে না জানাতে কা…

 


শিরোনাম:#ব্যবধান

কলমে: নিতাই মৃধা।

তাং-২৯/১০/২০.

সাগরের তটে বসে 

আমি যেমন ছুঁয়ে আছি তোমাকে!

মেঘ যেমন ছুঁয়ে আছে আকাশ,

আকাশ যেমন ছুঁয়ে আছে গিরিশৃঙ্গ,

বনস্পতি যেমন ছুঁয়ে আছে গিরিশৃঙ্গকে!


তবু,কেউ কি কারো কাছের?

কেউ কাউকে পারে না জানাতে 

কারো অন্তর্বেদনা! আপাতদৃষ্টিতে---

একজন আর একজনের বড় কাছের

মনে হলেও কেউ কারো কাছের নয়!


কাছাকাছি থাকলেই হয় কি কাছের?

দূর দিগন্তের প্রান্তর আর আকাশের

মেশামিশি দেখে মনে হয় 

তারা কত ঘনিষ্ঠ,কত আপনার! 

অথচ,কী দুস্তর ব্যবধান!

যেমন, তুমি আমি পাশাপাশি থাকলেও------!