Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মুখোশটা পরতে হবে         শ্যামলী পাল,২০/১০/'২০ইং
কবিতার ঘোর কলি পাকে পরেছে অলি ।পিঁপড়ে খেজুর রসেকৃষ্ণকলি মুচকি হাসে।চোর পুলিশ খেলতে যদু পড়ে গেল গর্তেপুলিশি চাবুক তার পিঠে।কে আর বাঁচায় মিথ্যেকে।অন্যায়ের কোনো মাফ নাই অবশেষে …

 


মুখোশটা পরতে হবে

         শ্যামলী পাল,২০/১০/'২০ইং


কবিতার ঘোর কলি 

পাকে পরেছে অলি ।

পিঁপড়ে খেজুর রসে

কৃষ্ণকলি মুচকি হাসে।

চোর পুলিশ খেলতে 

যদু পড়ে গেল গর্তে

পুলিশি চাবুক তার পিঠে।

কে আর বাঁচায় মিথ্যেকে।

অন্যায়ের কোনো মাফ নাই 

অবশেষে তার চরম ধোলাই ।

শতাব্দীর আগুন জ্বলছে 

আগমণী গান গাইছে।

জানিনা কি হতে চলেছে

তবে মুখোশটা পড়তে হবে।