Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

উৎসব :—
মেঘের তুলো ঢাকলো যখননীল আকাশের বুকে,শরৎ হাওয়ায় দুলছে তখনকাশ ফুলেরা সুখে ৷
ঢাকের কাঠির তালে তালেবাজছে আগমনী,মা আসছে কোন সকালেবাজবে শাঁখের ধ্বনি ৷
খুশির হাওয়ায় নাচবে সবাইনতুন জামা পরে, ছেড়া জামায় মুখটা লুকায়কাজের মেয়ে ঘরে ৷
রঙি…

 


উৎসব :—


মেঘের তুলো ঢাকলো যখন

নীল আকাশের বুকে,

শরৎ হাওয়ায় দুলছে তখন

কাশ ফুলেরা সুখে ৷


ঢাকের কাঠির তালে তালে

বাজছে আগমনী,

মা আসছে কোন সকালে

বাজবে শাঁখের ধ্বনি ৷


খুশির হাওয়ায় নাচবে সবাই

নতুন জামা পরে, 

ছেড়া জামায় মুখটা লুকায়

কাজের মেয়ে ঘরে ৷


রঙিন আলো ছুটবে যখন

রাতের কালোর আগে,

প্রহরীরা প্রান্তে তখন

বিনিদ্র রাত জাগে ৷


ছুরি,বন্দুক,বেয়নেট আর

মাথায় লোহার টুপি,

পলক বিহীন চোখ দুটি তার

জাগছে চুপি চুপি !


ঢাকের আওয়াজ যায়না কানে

দেশ পাহারাই সব

তপ্ত সীসা বিঁধলে প্রাণে

দেহ হবে শব !!


কেউ হারাবে বাবা যখন

কেউ হারাবে ছেলে,

হারিয়ে স্বামী কেউ বা তখন

অশ্রু দেবে ঢেলে ৷


চর্ব্য  চূষ্য লেহ্য পেয়

উঠবে থালায় ভরে,

ছোট্ট ছেলে তখন কেন

অন্ন ভিক্ষা করে ??


ভাতের গন্ধ আসছে নাকে

ভাত দেয় না বেড়ে

বলছে ছেলে দুর্গা মা'কে

ক্ষিদেটা নাও কেড়ে !!


যে জামাটা পরছো না আর

পরুক না সেই মেয়ে,

সাধটি ছিলো নতুন জামার,

পায়নি সে তো চেয়ে !!


ধর্ম নামের বর্ম পরে

ধর্মকে দাও ফাঁকি

সাজ সজ্জার আড়ম্বরে

মানব সেবাই বাকি ??!!


উৎসব হোক সবার জন্য

সবাই মিলে হাসি,

উৎসবে হোক ঢালাও অন্ন

দুঃখটা হোক বাসি ৷৷


দেবাশিস্  বসু