Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#প্রেমের সার্থকতা (১৩. ১০. ২০২০)#সংহিতা মজুমদার
আমি যদি শুধু আমিই হই,তাতে নেই কোনো সার্থকতা।সার্থকতা নেই শুধু তুমি যদি তুমি হও।আমার লজ্জিত চোখেতুমি যখন আকাঙ্খা জাগাও,সামান্য একটু প্রশ্রয় দিতে বাধ্য করোতখন আমার আমিত্ব সার্থক হয়।যখ…


 #প্রেমের সার্থকতা (১৩. ১০. ২০২০)

#সংহিতা মজুমদার


আমি যদি শুধু আমিই হই,

তাতে নেই কোনো সার্থকতা।

সার্থকতা নেই শুধু তুমি যদি তুমি হও।

আমার লজ্জিত চোখে

তুমি যখন আকাঙ্খা জাগাও,

সামান্য একটু প্রশ্রয় দিতে বাধ্য করো

তখন আমার আমিত্ব সার্থক হয়।

যখন আমি কাঁদলে, তোমার মনে হয়

আকাশ থেকে তারা খসে পড়লো,

তখন আমার অশ্রুবিন্দু গুলো

এক একটা মুক্ত হয়ে যায়।

নির্জনে বসে যখন বিরহের-বেদনা

আমার সঙ্গী হয়,

তখন তুমি প্রবল বর্ষণ মুখর শ্রাবন-ধারায়

ঝরে পড়ো, আমি শান্তি পাই।

আমার বেদনা আমার একার কাহিনী নয়,

তা জুড়ে আছে প্রতিক্ষনে তোমার সাথে।

মিষ্টি কথায় আবেগ নিয়ে যেদিন আমার অভিমান ভেঙে দেবে,

সেদিন পাবো আমি এই ভালোবাসার

সমুদ্রের কূল,

তবেই হবো সার্থক, পাবো প্রেমের সার্থকতা।

তোমার জন্য আমি ঘূর্ণির সাথে লড়াই করতে শিখেছি,

তীব্র তরঙ্গের বুকে ঝাঁপিয়ে পড়তে শিখেছি, প্লাবিত নদীতে সাঁতার কাটতে শিখেছি।

তোমার জন্য শুধু তোমার জন্য আরো দুর্বার গতির সাথেও লড়তে পারি আমি,

তোমার ভালোবাসার হাতটা শুধু আমার হাতে রেখো প্রিয়, সব বেদনা পার করে তবেই পাবো আমি আমার প্রেমের সার্থকতা।


   ©সংহিতা মজুমদার।