Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম-'দূর্গা মা কে খোলা চিঠি'কলমে-ব্রততী রায়চৌধুরীতারিখ-০৬/১০/২০২০
ত্রিনয়নী দেবী দূর্গা মা কাড়তে তোমার দিঠি,আশ্বিনের শারদপ্রাতে লিখছি তোমায় খোলা চিঠি।অসুর রুপী মহামারী এক দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব,সর্বহারা সব হারিয়ে হয়েছে এ…

 


শিরোনাম-'দূর্গা মা কে খোলা চিঠি'

কলমে-ব্রততী রায়চৌধুরী

তারিখ-০৬/১০/২০২০


ত্রিনয়নী দেবী দূর্গা মা কাড়তে তোমার দিঠি,

আশ্বিনের শারদপ্রাতে লিখছি তোমায় খোলা চিঠি।

অসুর রুপী মহামারী এক দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব,

সর্বহারা সব হারিয়ে হয়েছে একেবারে নিঃস্ব।

পটুয়াপাড়ায় রাত নেমেছে আঁধার গেছে ভরে,

চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ গড়বে কেমন করে?

ঢাকের বোলে বিষাদ সুর ঢাকির হয়নি বায়না,

দুবেলা জুড়ে দুমুঠো ভাত তাই অনেকে পায় না।

পূজো আসলেই স্কুল ছুটি ওসবের নেই বালাই,

ছোট্ট শিশু আর বলে না পড়া ফেলে চল পালাই।

গৃহবন্দী জীবন যাপন দূরত্ব বিধি জারি,

হতাশাতে ডুবছে মানুষ স্বাচ্ছন্দের সাথে আড়ি।

ভিতর জুড়ে ক্লান্তির ছাপ বাইরে মৃত্যু ভয়,

সমাজ টাতে ধরছে পচন হচ্ছে গভীরে ক্ষয়।

মনে জমেছে মলিনতা নিদারুন ব্যথাদের ভিড়ে,

বছর ভর অপেক্ষা শেষে মাগো এবার এসো গো ফিরে।

জানি মা তুমি আসলে পরে শিউলি ফুটবে রাশি,

মুখোশ সরিয়ে দেখব আবার চির পরিচিত সেই হাসি।

অশুভ শক্তি দূর করে দিয়ে প্রানভরে তোমার আশীষ দিও,

আজ খোলা চিঠির এখানে ইতি মাগো আমার প্রণাম নিও।