Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ :- কবিতা শিরোনাম :- আকুলতাকলমে :- মৈত্রী বড়ুয়া কলকাতা বেহালা 
হে মাতৃভূমি এমন ভূমি তো চাই নি, যেখানে তোমার কন্যাদেরএতটুকু  স্বাধীনতা নেই যেখানে বর্বর ভাবে তোমার কন্যাদের অপমান  অত্যাচারিতহতে হয় ।যেমনটা হয়েছিল যুদ্ধেপাকিস্তা…

 


বিভাগ :- কবিতা 

শিরোনাম :- আকুলতা

কলমে :- মৈত্রী বড়ুয়া 

কলকাতা বেহালা 


হে মাতৃভূমি 

এমন ভূমি তো চাই নি, 

যেখানে তোমার কন্যাদের

এতটুকু  স্বাধীনতা নেই 

যেখানে বর্বর ভাবে তোমার 

কন্যাদের অপমান  অত্যাচারিত

হতে হয় ।

যেমনটা হয়েছিল যুদ্ধে

পাকিস্তানি হানাদার বাহিনীর 

হাতে! 

যেমন করে পাকিস্তানি হায়নাররা 

বন্দুকের নল দিয়ে  খুঁচিয়ে  ধর্ষিতা নারীর যৌনাঙ্গ  ক্ষত বিক্ষত করেছিলো,

আজ  এই মাতৃভূমিতে আবার সেই 

ঘটনার পূনার্বৃত্তি হলো।

তুমি কি  একবারও পাকিস্তানি 

বীজদের চিনতে পারো নাই? 

আজ  এই দেশ ধর্ষিতা নারীর 

রক্তাক্ত ভূমি ।

আজ আমরা নারীরা ক্রমশ তলিয়ে 

যাচ্ছি আঁধারে ।

প্রতিমুহূর্তে বুকের ভেতর একটা ভয় 

কাজ করে ঠিক ভাবে বাড়ি ফিরতে 

পারবো তো -

কিংবা আমার কন্যা সন্তানকে 

 আলোর বর্তিকা জ্বালিয়ে একটা নিরাপদ আশ্রয় দিতে পারবো তো?

আজ সাহসী পুরুষ রা ঐ হায়নারদের

হাত থেকে তোমার কন্যাদের নিরাপদ আশ্রয় দিতে পারছে না । 

হে মাতৃভূমি তুমি আর কতো নিশ্চুপ থাকবে ?

তোমার ভূমি  আজ কলংকিত,

রিশাক্ত রক্তাক্ত ।

যারা তোমার আলোবাতাস বিশাক্ত রক্তাক্ত করেছে , তুমি কি তাদের ক্ষমা করতে পেরেছো?

 তাদের ক্ষমা করো না 

তাদের  এমন শাস্তি দাও

আর যেন বিবর্ণ না করে কেও

ধরনীর এই মৃত্তিকা ।

সমাপ্ত