Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

১৫/১০/২০.কবিতা   জায়গা আছেজায়গা আছেশংকর ব্রহ্ম------------------------
খুব বেশী দুঃখ পেলে ছুটে আসিস আমার কাছেতোর জন্য বুকের ভিতর আজও খানিক জায়গা আছে,মনে ভীষণ কষ্ট হলে ছুটে এসে খুশি মতোন বুকে আমার ঝাঁপিয়ে পড়িস,ভালবাসার পাপড়িগুলো পড়…

 


১৫/১০/২০.

কবিতা   জায়গা আছে

জায়গা আছে

শংকর ব্রহ্ম

------------------------


খুব বেশী দুঃখ পেলে ছুটে আসিস আমার কাছে

তোর জন্য বুকের ভিতর আজও খানিক জায়গা আছে,

মনে ভীষণ কষ্ট হলে ছুটে এসে খুশি মতোন বুকে আমার ঝাঁপিয়ে পড়িস,

ভালবাসার পাপড়িগুলো পড়লে ঝরে ধীরে ধীরে বুকের থেকে

মন খারাপের ভাবনাগুলো আমাকে দিস,

মান অভিমান যা আছে তোর

           আমার কাছে ইচ্ছে মতোন জমা রাখিস

কেউ না জানুক তুই তো আমায় ভাল চিনিস,

বুকের ভিতর প্রেম না থাকুক

      তোর জন্য এখনও খানিক জায়গা আছে

ভীষণ রকম মন খারাপের দিনগুলোয়

                            চলে আসিস আমার কাছে।


Poetry 

There is space

---------------------------------


If you are very sad, come to me

There's still some space for you in my bosom,

When You feel very bad, You run and jump on my chest like a happy person,

When the petals of love fall, they slowly fall from your bosom

Let me know what you think

The value you have is arrogance

                        Submit to me as you wish

Let no one know that you know me well,

Let there be no love inside my chest

      There is still some space for you

In the days of great sorrow

                                                          Come to me.