Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাঃ ডাকপিয়ন।শামসুন নাহার১৫/১০/২০
চিঠির ঝোলা কাঁধে নিয়ে ডাকপিয়নে,বাড়ি বাড়ি যায়।অফিস পাড়া আদালতে হাটবাজারেশহরে, গাঁয়ে আঙিনায়, আঙিনায়!
কোথায় ডাকপিয়ন কোথায়?আশায় আশায় প্রহর গুনি,চিঠিতো আসেনা মোর,ঘুমতো আসেনা দুচোখের পাতায়।
ডাকপিয়নের ডা…

 


কবিতাঃ ডাকপিয়ন।

শামসুন নাহার

১৫/১০/২০


চিঠির ঝোলা কাঁধে নিয়ে 

ডাকপিয়নে,বাড়ি বাড়ি যায়।

অফিস পাড়া আদালতে হাটবাজারে

শহরে, গাঁয়ে আঙিনায়, আঙিনায়!


কোথায় ডাকপিয়ন কোথায়?

আশায় আশায় প্রহর গুনি,

চিঠিতো আসেনা মোর,

ঘুমতো আসেনা দুচোখের পাতায়।


ডাকপিয়নের ডাক যে শুনি।

কল্পনাতে স্বপ্ন বুনি।

পিয়ন তো আসেনা, চিঠি সে কি লিখেনা?

নিশ্চয়ই চিঠি লিখেছে সে আমায়!


সবার চিঠি করছে বিলি

শুধু আমার বেলায় লুকোচুরি। 

মনেহয়,ডাকপিয়নের ভুল।

মনে কত শঙ্কা,পাইনা কোন কূল দুর্ভাবনায়!


কেন যে চিঠি আসছেনা?

ভেবে ভেবে মনটা হারায় সাহারায়!

দিন কি আমার এমনি যাবে

সারানীশি খুঁজি তারে তারায়  তারায়!


ও পিয়ন ভাই দেখনা তুই

আবার ভাল করে দেখতো বাপু,

নিশ্চয়ই আমার চিঠি খানি

রয়েছে তোর ঝুলির এক কোনায়!


বোনের চিঠি ভাইয়ের চিঠি 

পুত্রশোকা মায়ের চিঠি,

বিরোহিনী বঁধূর চিঠি

সবার চিঠি করছো বিলি সকাল থেকে সন্ধ্যায়।


শুধু কি নেইকো চিঠি ওরে পিয়ন, আমারই বেলায়?

হায়রে পোড়া কপাল আমার!

এই জীবনে একটি চিঠি ভালবেসে, 

কেউতো লিখলোনা আমায়!