Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#নীল_স্বপ্ন (১৬.১০.২০)✍🏻#শ্রাবণী_দাস
প্রতিদিন একটু একটু করে চুরি যাচ্ছে আকাশের নীল।রঙ বদলে ক্রমশ ধূসর রঙে রঙিন হচ্ছে আকাশ খানা।আধভেজা ধরিত্রী ঝরে যাচ্ছে চারিপাশের সবুজের একগুচ্ছ সমাহার।কুয়াশা এসে চুরি করে নেয়, ভোরের সোনালী মিঠে…

 


#নীল_স্বপ্ন 

(১৬.১০.২০)

✍🏻#শ্রাবণী_দাস


প্রতিদিন একটু একটু করে চুরি যাচ্ছে আকাশের নীল।

রঙ বদলে ক্রমশ ধূসর রঙে রঙিন হচ্ছে আকাশ খানা।

আধভেজা ধরিত্রী ঝরে যাচ্ছে চারিপাশের সবুজের একগুচ্ছ সমাহার।

কুয়াশা এসে চুরি করে নেয়, ভোরের সোনালী মিঠে রোদ্দুর।

তারি মাঝে তোর স্মৃতি মাখা সুখের অনুভূতি গুলো

চুরি করে নিয়ে যায় রোজকার ভালো থাকা টাকে।

জানিস আমার আকাশ জুড়ে এখন মেঘেদের আনাগোনা।

যেখানে মেঘেদের সাথে খেলায় মেতেছে তোর রেখে যাওয়া বিষন্নতা।

হঠাৎ দেখি আমার এই আকাশ টাও কোনো এক ফাঁকে হয় চুরি।

অবাক চোখে দেখি সেই চুরি যাওয়া আকাশে

উড়ে বেড়ায় তোর আমার লাল, নীল স্বপ্ন গুলো।

মেঘের বুক চিরে উড়ে যেতে চায় সুখের পায়রা তোর ঠিকানার খোঁজে।

উড়িয়ে দিয়ে আমার স্বপ্ন ঘুড়ি

জানি প্রতিদিন হবে আমার আকাশ চুরি।