Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রিলিজ হলো নটরাজ ড্যান্স একাডেমির নতুন আগমনী নৃত্য ভিডিও "ঘরে ফেরার গান".

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: .প্রকাশিত হলো নতুন আগমনী নৃত্য ভিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নটরাজ ডান্স একাডেমির আগমনী নৃত্য ভিডিও "ঘরে ফেরার গান" প্রকাশিত হলো শুক্রবার। এদিন সকালে মেদিন…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: .প্রকাশিত হলো নতুন আগমনী নৃত্য ভিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নটরাজ ডান্স একাডেমির আগমনী নৃত্য ভিডিও "ঘরে ফেরার গান" প্রকাশিত হলো শুক্রবার। এদিন সকালে মেদিনীপুর শহরের রাজাবাজারে প্রথিতযশা সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহার বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে এই নৃত্য ভিডিওটি প্রকাশ করেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষিকা ঈশিতা চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি মিউজিক ভিডিওর কলাকুশলী ও বিভিন্ন কাজের সাথে যুক্ত ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাহিত্যিক​ বিদ‍্যুৎ পাল, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী কুনাল ব‍্যানার্জী, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, নৃত্যশিল্পী রাজীব খান, শমীক সিংহ, মৈথিলী চ‍্যাটার্জী, ভিডিওগ্রাফার রাহুল চন্দ্র প্রমুখ।  উল্লেখ্য নটরাজ ডান্স একাডেমির ন‌‌ৃত্য উৎসব শুরু হয়েছে গত ১৭ই ই আগস্ট থেকে। এই উৎসবে বিভিন্ন আঙ্গিকের নৃত্য সোশ্যাল মিডিয়ায় পর্দায় সংস্কৃতিপ্রেমী দর্শকরা উপভোগ করেছেন। এবার গুটি গুটি পায়ে দুর্গাপূজা এসে উপস্থিত। তাই আগমনীর আবহে অন্যান্য বছরের মতো এবারও নিজদের ভাবনায় গড়ে তোলা নৃত্য ভিডিও "ঘরে ফেরার গান" উপহার দিলো নটরাজ ডান্স একাডেমি। একটি ছেলে তার ছোটবেলায় তার প্রিয় গ্রাম ও বাল্য-সঙ্গিনী কে ছেড়ে চলে যায় জীবনের পথে। পরে বড় হয়ে মাঠ ভরা ধান ও কাশ ফুলের সমারোহে সে যখন গ্রামে ফেরে তখন সে তার নিজের ছোটবেলার স্মৃতিকে হাতড়ে বেড়ায়। বারবার তার সামনে ফিরে আসে তার বাল্য সঙ্গিনীর মুখ, মা দুর্গার মুখের মধ্যেও সে খুঁজে বেড়ায় তার হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি গুলিকে। এই ভাবনার উপর গড়ে ওঠা মিউজিক ভিডিওটিতে  নটরাজ ডান্স একাডেমি জাগো দুর্গার  আবাহনের  মধ‍্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন ,সেই হার না মানা প্রান্তিক গ্রামের মেয়েদের।যে মেয়েরা নাচকে বাঁচিয়ে রাখার জন্য অনেকটা পথ হাঁটে। ডান্স একাডেমির পক্ষ থেকে স‍্যালুট জানানো হয়েছে একাডেমির ছাত্রীদের। পাশাপাশি এই কাজটি রূপায়িত করতে বিশেষ ভাবে সাহায্য করার জন্য একাডেমির পক্ষে ঈশিতা চট্টোপাধ্যায় বিশেষ ধন্যবাদ জানান, শতাব্দী গোস্বামী চক্রবর্তী,শমীক, রাহুল , সন্দীপ সহ বাড়ুয়া গ্রামের গ্রামবাসী এবং কর্ণেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে।ভিডিওটি ইউটিউবে সহ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে এবং বেশ ভালো সাড়া ফেলেছে।