#মুঠোফোনের প্রেম অঞ্জনা চক্রবর্তী
"মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হ্যায় "
এফ এম এ চলছিল কেমন সব বুঝে শুনেই মেয়েটা এলিয়ে বিছানাতে , এলো চুলে, আজ আনমনে চোখ দিয়ে অজান্তেই নোনা জল গড়িয়ে পরে.... বুকের …
#মুঠোফোনের প্রেম
অঞ্জনা চক্রবর্তী
"মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হ্যায় "
এফ এম এ চলছিল কেমন সব বুঝে শুনেই
মেয়েটা এলিয়ে বিছানাতে , এলো চুলে, আজ আনমনে
চোখ দিয়ে অজান্তেই নোনা জল গড়িয়ে পরে....
বুকের ভিতর ডুকরে কেঁদে ওঠে |
ভেঙেছে যে সে... দুমড়ে মুচড়ে
বিছানায় আজ শিথিল হয়ে ওষুধের পরিচর্যাতে |
প্রেম তো এমনই হয় , জানতো সে আগে থেকে |
এ তো ভালোবাসা নয় , মোহ নয় , আষ্টেপিষ্ঠে বাঁধা নয়
এ ক্ষণিকের অতিথি , অসংখ্য অজুহাত অনিবার্য |
সুযোগ দেবো না আর ডাকার বা "সময় নেই " বলার,
তুমি চলে যাও নিজের পথে
মন দেওয়া নেওয়ার খেলা হয়তো শেষ , আর নেই দাবী অধিকার নতুন নামে ডাকার |
ডাকবো না আর , আমিও পারি আমার নিজের হয়ে নিজেস্বতায় |
আজ এই পর্যন্ত প্রেম , এটাই মুঠোফোনের রূপ
সৌন্দর্য দেখে মোহিত , প্রেম নয় তা , অপ্রেম জেনো |
তবে "মেরা কুছ সমান তুমাহরে পাস পড়া হ্যায় "...
আমার জাগা রাত.. তোমায় সবার অলেখ্যে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে তোমায় পাওয়া |
আমার পাপ , আমার ভুল , আমার বিচ্যুতি , আমার কর্তব্য বিমুখ |আমার শাস্তি অবশ্যম্ভাবী |
মাথা পেতে নিই তা |তুমি ছিলে তোমার মত
কাজকে প্রাধান্য দিয়ে , দায়িত্ব না এড়িয়ে |
এটাই অভ্যেস হয়ে যাবে আর কিছুদিন পর |
অভিযোগ নাইবা রইলো তোমার আমার |
এটুকুই ছিল ভাগ্যদেবীর ধার্য্য,
প্রথমেই ভয় ছিল এই প্রেমের সম্পর্ক রচনার |
জানতাম কুচি কুচি কাটবো আমিই ,
তোমার ধারালো অন্ধকার বঁটিতে
|তুমি থাকবে দিব্যি, তোমার যাপন সংসার |
তুমি নও লৌহ মানব ..আসল এসবে অভ্যস্ত
ছিল কয়েক দণ্ডের পুরুষালি আকর্ষণ,
বুঝেও আমি ফিরে আসতে পারিনি তখন |
আজ বলি আর নয় মিথ্যে খেলা ;
বিদায় বন্ধু বিদায়...