ছেলেটা ছুটছিল দিকভ্রান্ত পথিকের মতপেছনে একদল...চোর চোর চোর .... ডানা ভেঙে পড়ে যাওয়া পাখির মতো উঠে দাঁড়ানোর আর্তি.... ঘুরে উঠে বলতে চাওয়ার একদলা কান্নার আর্তনাদ... আমি চোর হতে চাইনি...চাইনা.. তোমরা করেছ...এই বুর্জোয়া শ্রেণী যারা আ…
ছেলেটা ছুটছিল দিকভ্রান্ত পথিকের মত
পেছনে একদল...চোর চোর চোর ....
ডানা ভেঙে পড়ে যাওয়া পাখির মতো
উঠে দাঁড়ানোর আর্তি.... ঘুরে উঠে বলতে
চাওয়ার একদলা কান্নার আর্তনাদ...
আমি চোর হতে চাইনি...চাইনা..
তোমরা করেছ...এই বুর্জোয়া শ্রেণী
যারা আমাদের কে নিংড়ে নিয়েছ
আমাদের সব কিছু কেড়ে নিয়েছ...
ভোগী হয়েছ তোমরা আর আমরা বুভুক্ষু!
শোনে না কেউ তার কথা ,চিৎকারের আওয়াজে চাপা পড়ে যায় তার রুদ্ধ কন্ঠ..
শুধু আওয়াজ হতে থাকে ভিন্ন রকমের...!
হাত,পায়ের সুখ পাইয়ে নেওয়ার আওয়াজ।
তার যন্ত্রণা ক্লিষ্ট গগনভেদী চিৎকার চাপা পড়ে যায় গণপিটুনির আওয়াজে....
রক্তাক্ত শরীর একটু একটু সহ্যের সীমা ছাড়াতে গিয়ে চোখে ভাসতে থাকে...হাড় জিরজিরে বাবা আর শীর্ণ মায়ের মুখ যার
আশার পথ চেয়ে পথ চেয়ে তারা বসে আছে দুটো ভাতের আশায়....!
#স্বরূপা