আমি তোমাদেরই লোক শ্যামলী পাল,১৩/১০/'২০ইং
আমি তোমাদেরই লোক আমার উঠোনে তোমাদের মত জমেছে তীব্র শোক !!শিশিরে শিশিরে সেদিনের চোখে ছিল শিউলির ছোঁয়া ব…
আমি তোমাদেরই লোক
শ্যামলী পাল,১৩/১০/'২০ইং
আমি তোমাদেরই লোক
আমার উঠোনে তোমাদের মত
জমেছে তীব্র শোক !!
শিশিরে শিশিরে সেদিনের
চোখে ছিল শিউলির ছোঁয়া
বাতাসে গন্ধে দিশেহারা।
আমি তোমাদেরই লোক
তোমাদের খুব কাছাকাছি
। । তোমাদের হাতে হাত রাখি।
ভীষন তপ্ত বালুকা বেলায়
তুষের আগুনে ধিকি ধিকি
সাবধানে পদচারণায়।
আমি তোমাদেরই লোক
ঋতু বসন্ত শরত আলোকে
সাদা মেঘের ভেলায়
নিশির তারকা খসে
হৃদয় বেদনায় মিশে
হাজারো তারায় তারায়।
আমি তোমাদেরই লোক
পদ্মপাতার শিশির কণায়
শঙ্কিত শব্দ ধ্বনি ।
শোনরে ভাই মজদূর
তোমাদের শ্রমে দেখেছি
কোটি লক্ষ রক্ত বীজ ।
আমি তোমাদেরই লোক
একই নদী গঙ্গা যমুনায়
একসাথে পবিত্র হই।
একই বক্ষে ফসলে ফসলে
ক্লেদ পলি জমে
ফসিলে ফসিলে গায় ।
আমি তোমাদেরই লোক
একই পীঠস্থানে পাঠ
রামায়ণ মহাভারত কোরাণ ।
ভেসে যাবো মোরা একই দিগন্তে
রক্তের নেই ভেদাভেদ
এক রক্ত মাংসে মানুষ।
আমি তোমাদেরই লোক আমি তোমাদেরই লোক।